গোধূলী লগ্নে ফিরিবার ছলে
অপলক চোখে দেখেছিনু তোমারে
ভাবী-নিকো তোমায় পাবো এমন করে
অতীতের কষ্ট ভুলিবার ছলে।
দেখা পাইবার ক্ষণ
কভূ নাহি ভুলিবার হায়।
অল্প কিছু কালের দেখায়
আপন করেছি হৃদয়ও হায়।
বন্ধু করেছি না ভাবিয়া কিছু
গল্প করেছি অনেক কিছু
একটিই আক্ষেপ করেছি মিছু মিছু
যদি বন্ধু হইবার পারিতাম, যখন ছিলেম শিশু।
লেখক পরিচিতি

লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন