শোক কত কিছু মুছে দ্যায়
মনে করায় শত জন্মের পাপ
আজকের গোলাপ
আগামীর দোমড়ানো ফ্রেম!
ছবি-সেতারে পুরানো স্মৃতি
ডাকবাক্স। অতিথি জেনো
ভার্চুয়াল আড্ডা
একই পর্দায় শতাধিক ফুটফুটে বসন্ত
থাকা না থাকার পেইন-রিলিফ
শেয়ার এন্ড শেয়ার। ইটস এ গেম
ক্যারি অন। যাদের জন্য রঙিন সকাল
সদ্যোজাত শুভেচ্ছা
উত্তম ছেড়ে প্রথম হাতিয়ার, মানে__
গান ছেড়ে অস্ত্র। অভিশাপ বারোটা
এবং___
বাকিদের আনঅফিসিয়াল সাইলেন্স!
——————————
রচনায়: চিরঞ্জিৎ বৈরাগী, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন