জীবন খাতা খুললে পড়ে
হিসেব মেলা দায়,
কোনটি মিলাই, কোনটি হারাই
বুঝি নাকো হায়।
জীবন ভরে ছুটেই গেলাম!
দিন শেষে ভাই কি যে পেলাম?
মিলবে কি আর হিসেব এত?
পাচ্ছি না আর খেই যে যত।
পাই না খুঁজে জবাব কোন,
ছুটছি কেবল, ছুটেই গেনু।
সবই যে ভাই প্রহেলিকা,
মরুর বুকে মরীচিকা।
বড্ড জটিল জীবন ধাঁধাঁ।
গোলক ধাঁধাঁর প্যাঁচে বাঁধা।
——————————
রচনায়: সোনিয়া তাসনিম খান, ঢাকা, বাংলাদেশ।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন