সকাল আজো তেমনই হয়
রাতের পরে দিন,
ঘরির কাটায় সময়গুলোকে
লাগছে অন্তহীন।
প্রিয় কাজগুলো হারিয়ে গেছে
পাচ্ছিনা খুঁজে টান,
খবরের পাতা দেখলেই এখন
আঁতকে ওঠে প্রাণ।
জীবনটা যেন বদলে গেছে
জানালা দিয়ে সকাল হয়
দুপা এখন ছুটতে চাইলেও
দরজায় গিয়েই দাড়িয়ে রয়।
মনের আকাশে সূর্য ওঠেনা
এককোণে একটা চাঁদ বাকিটা আকাশ ফাকা,
সেটিও এখন আলো দেয়না
অমাবস্যায় রয়েছে ঢাকা।
অনলাইনে সবার নামের পাশেই
সবুজ বাতি জ্বলে,
তবুও কেন দুচোখ আমার
একাকিত্বে ছলছলে।
বুকের একপাশটা বলতে চায়
কিছুই যেন হয়নি,
অন্য পাশটা বলে ওঠে
অনেক কিছুই পায়নি।
জীবন যেন হোটচ খেয়েছে
উঠে দাঁড়াতেই হবে,
জানিনা এ রাতটা কাটিয়ে
সূর্য উঠবে কবে?
বন্ধ জীবনে লাগছেনা ভালো
আটকে যাচ্ছে নিঃস্বাস,
ভালোবাসা গুলো থমকে গেছে
হারিয়েছে বিশ্বাস।
নিজের কাছেই নিজেই যেন
করেছি আত্মসমর্পণ,
চোখ পাকিয়ে অট্ট হাসিতে
বলছে আমায় বন্দি জীবন।
———————
জয়া সরকার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
(১ম বর্ষ)
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন