চোখে চোখ রাখলেই
গাঢ় হয় দুপুরের ছায়া
শরমের পর্দা টাঙানো ভেতর – বাইরে
ঘন হলেই ভেঙে যায় ভুল
ঘরময় তখন বেবাগ স্বস্তির বাতাস
থরথর করে কাঁপতে থাকে হৃদয়
হালকা চালে বৃষ্টিপাত হয়
সমুদ্রে তখন তীব্র জলোচ্ছ্বাস
অলক্ষ্যে ঘুচে যায় শরীরের ব্যবধান
স্মৃতির রোদ্দুর ফিরে আসে আঙিনায়
মন্থন ভ্রমরের সুরে গেয়ে ওঠে
একই তরঙ্গে গলে গিয়ে
কামনার ধ্বনিতে ভেসে দুদিকের দেশের নদী
মিশে যায় অভিসারে
ঘুমহারা জানলার রাত চলে যায় মোহে
তারপর ভাঙাহাটে হারানোর মতো
কিছুই পড়ে থাকেনা।।।
——————————
রচনায়: জারা সোমা, কোলকাতা-বারাসাত, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন