মা তুমি কুয়াশা ঘেরা স্নিগ্ধ সকাল
তুমি দুনিয়া তুমি পরকাল
প্রতি মুহুর্তে কল্পনা ও বাস্তবতায়
তুমি ঝলমলে মুক্তোর ন্যায়|
তুমি নৈসর্গিক মুগ্ধতা
তুমি কাল্পনিক,জাগতিক,বাস্তবতা
তুমি দায়িত্ব কর্তব্য অভ্যাস
সব ব্যার্থতায় অনুপ্রেরনা আশ্বাস|
তোমার জীর্ন শরীর সেও চিত্তাকর্ষক
চিরদিন তুমি নৈসর্গিক,
তুমি আনন্দের সুখ দুঃখের সহমর্মিতা
তুমি তো মমতার পালক
মা তুমিই আমার সব💞
——————————
রচনায়: আয়েশা আক্তার (মীম), বাংলাদেশ।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন