শাশ্বতিক প্রাণে

ঠিক এইভাবে আজীবন পাশে থেকো
তোমার দু’চোখে ভালোবাসা ধরে রেখো
শপথ নিলাম আমিও থাকবো পাশে
ছাড়বোনা হাত বিপদ যদিবা আসে।
স্মৃতির পাতায় ভাবনারা আনমনে
সীমারেখা টেনে চোখ রাখে বাতায়নে
ক্রমশ আগত হেমন্তের স্নিগ্ধ রোদে
অপেক্ষারা ফেরে সশব্দে মৌনতা ভেঙ্গে।
নীল নীলিমায় পূর্ণিমার চাঁদ হাসে
মখমলে মোড়া রবি’র কিরণ মেখে
কাকলি আকারে শাশ্বতিক প্রাণে ভাসে
হরষে বিম্বীত আমার প্রিয়ার চোখে।
বিরহিয়া রাগে স্মৃতি যেন বারেবারে
পাখিয়াল মন খুঁজে উচ্ছ্বল কল্লোলে
রসিক নাগর মজেছে ভরা যৌবনে
খেয়ালী ভাবনায় মিলন সুমিক্ষাতে।
জানিনা কেন অন্তরাত্মা মিলনোম্মুখে
পিপাসা কাতর বুকভরা হাহাকারে
অনুরাগে স্রোতস্বিনী সুধার পরশে
তোমার বাউলের আরশি নিকেতনে।

——————————
রচনায়: মৃণাল কান্তি পণ্ডিত, ভারত।

লেখক পরিচিতি

blank
eiapotrika