আমাদের একখানা পুরোনো ছবি আজো অক্ষত আছে,
আমায় উপহারে দেওয়া ডায়েরির ভাঁজে।
ঘোলাটে হয়ে উঠেছে তা যত্নের অভাবে,
আমার তবুও হয়নি ভুল তোমাকে চিনতে।।
যখন বিকেলে তোমার অপেক্ষায় থাকতাম বসে,
চেনা সেই বকুল গাছের নীচে বাঁধানো সিঁড়িতে;
তুমি রোজ মুঠো ভরে কাঠগোলাপ কুড়িয়ে এনে,
আমায় দিতে ভালোবাসার প্রতীক চিহ্ন হিসাবে।।
একই রঙের পোশাকে শেষ দেখা হয়েছিল পূজাতে,
হাতে হাত রেখে কথা দিয়েছিলাম সারাজীবন থাকবো পাশে।
তোমার কি সেই দিন এখনো আছে মনে?
নাকি নতুনের আগমনে পুরোনো স্মৃতি ফেলেছো মুছে!
আজ অনেক গুলো বছর পেরিয়ে গেছে,
খোঁজ রাখিনি আমরা কেউ কারোর ব্যস্ততার জন্য।
শহরের ভীড়ে চাপা পড়েছে আমাদের অষ্টাদশীর প্রেম,
কথা দিয়েও পারিনি রাখতে তার মূল্য।।
——————————
রচনায়: সেঁজুতি বসাক, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন