রোদের ঝলোকে মনের পু্লকে
জেগে ওঠে এই মন
তোমার লাগিয়া আমার হৃদয়
করে কেমন কেমন?
ঘাসের উপর শিশিরের কণা
রত্নভূষিত রূপ
বারে বারে করে হৃদয় হরণ
জ্বলে সুন্দর ধূপ।
সবুজ বরণ এই প্রকৃতি
সকল রূপের রানী
মিষ্টি শীতের মিষ্টি হাওয়া
করে শুধু কানাকানি।
রূপের বাহার নিমিষের মাঝে
ঘর করে নেয় মনে
অপার শান্তি অনুভূত হয়
প্রকৃতি কথা শুনে।
——————————
রচনায়: দেবাশীষ দেব, আসাম, ভারত।
লেখক পরিচিতি

লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন