যে মানুষটার জন্য সব কিছু ছাড়লাম সেই মানুষটা আদৌ কত দিন সঙ্গে থাকবে সেটাই এখন সব থেকে বড়ো সংশয়। হলফ করে একথা বলা যায় না যার জন্য সব ছাড়লাম সে অবশ্যই সব সময় পাশে থাকবে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে সামান্য কারণেই সে চলে যেতে পারে বা দুজনের মাঝে বিভেদের প্রাচীর গড়ে উঠতে পারে […]
আমার বিশ্বাস, সত্যি যতই কঠিন হোক সেটাই একমাত্র চিরস্থায়ী। কঠিন বাস্তবতার সম্মুখীন হতে আমরা ভয় পাই বলেই নানা সময় অকপটে মিথ্যা বলে থাকি। অথবা কাউকে খুশি করতে বা কোনো স্বার্থ সিদ্ধি করতে অনেক সময়ই আমরা কত মিথ্যাই বলে থাকি। কিন্তু আমরা সেই মুহূর্তের জন্য এটা ভুলে যাই যে, যা কিছু মিথ্যা তা সাময়িক স্বস্তি দিলেও […]
সময় মানুষকে রক্তের সম্পর্ক, আর রক্তের দাবিদার চেনায়। __তাসনিম এমি
আমার মৃত্যু মিছিলে তোমার ঠাঁই না হোক। আমার মৃত্যুর খবর তোমার নিকট না পৌঁছাক। কি ভাবছো? তোমাকে ঘৃণা করি, উহু না মোটেও না। সবাই কি ঘৃণা করার জায়গায় পৌঁছাতে পারে? ঘৃণা পেতে হলেও তো যোগ্যতা লাগে। ~তাসনিম এমি
প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা আর শত সহস্র পথ পাড়ি দেয়া সমান।অপেক্ষার মুহূর্ত যেন কাটতেই চায়না।বুকের ভেতর উত্থাল পাথাল ঝড় যেন ওঠে সেই সময়।সেই ঝড়টা তার মুখটা দেখার পরই যেন কিছুটা শান্ত হয়।কিন্তু আমি যার জন্যে হৃদয়ের দরজা খুলে অধীর আগ্রহে অপেক্ষা করি সেই অনাকাঙ্ক্ষিত মানুষটা আমার কাছে আসেনা।হয়তো কিছু মানুষ আমার মতো অপেক্ষার দুর্বিষহ […]
নিজের কৃতকর্মের ফল নিজেকেই সারাজীবন ভোগ করতে হয়। ভালো কাজের ফল যদিও বা সবাই ভাগ করে নেয় কিন্তু খারাপটা শুধু মাত্র নিজেকেই বহন করতে হবে।
সম্পর্কে বিচ্ছেদের পর বিকল্প পেয়ে যাওয়া মানুষটি ভালো ভাবেই বাঁচে কিন্তু যার কোনো বিকল্প নেই সে বেঁচে হয়তো থাকে কিন্তু ভালো থাকাটা তার আর হয়ে ওঠে না।
আমি যাকে ভালোবাসি কিংবা প্রায়োরিটির শীর্ষে রাখি সেই আমাকে অতি যত্ন করে অবহেলা করে।যা সহ্য করা নিদারুণ যন্ত্রণাময়।কেন যে জীবনের স্রোত উল্টো পথে চলে,,,???
What’s on your mind?অতঃপর_______ ___নিশ্বাস নিতে কষ্ট হতে হতেই সব থেমে যাবে ___অনেক গুলো সপ্ন পূরণ করা বাকি থাকবে সেদিন থেমে যাওয়ার কারণ টা কেউ জানবে না
যারা সেক্রিফাইস করে তারা নিজেকে কষ্টের আগুনে বিসর্জন দেয়।তিলে তিলে নিজেকে সর্বনাশের দিকে ঠেলে,,,,সবসময় সামনের মানুষটাকে ছাড় দিতে নেই,,,মাঝে মাঝে নিজের জন্য কিছু ছিনিয়ে আনতে জানতে হয়।