অপরাধী
সেই মানুষ গুলোই কখনো অন্যায়-অপরাধের প্রতিবাদ করে না,যারা নিজেরা জানে তারাও অপরাধী। ~তন্ময় সাহা
আকড়ে ধরা
যে মানুষ গুলো যতবেশি তার প্রিয় মানুষকে আকড়ে ধরে রাখতে চায়,সেই মানুষ গুলো ততদ্রুত তার সেই প্রিয় মানুষকে হারায়। ~তন্ময় সাহা
অভাব
আমাদের জীবনে কথা শোনার মানুষের বড় অভাব, যে আগ্রহ নিয়ে আমাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যার কথা শুনবে। ~তন্ময় সাহা
আর্তনাদ
পুরুষ যদি তার বুকে দাবিয়ে রাখা আর্তনাদ, একবার চিৎকার করে জানান দেয়,তো সৃষ্টি ও কেঁপে উঠবে।~তন্ময় সাহা
জীবন
জীবনের প্রতি মায়া করতে শিখুন। জীবন একটাই। আমি দেখেছি, কত সাবালক মুক্তচিন্তার অভাবে জীবনের প্রতি মায়া ভুলে যায়। যা হচ্ছে হোক না, উপরে তো একজন আছে। তাই বলে আবেগের কাছে হেরে আত্ন’হ’ত্যা! জীবন একটাই বস। “যেখানে আবেগের ঠায়ে আত্ন’হ’ত্যা-র ঝোক, সেখানে মুক্তচিন্তার ফুল ঝড়ুক।”
অপ্রয়োজনীয় মানুষ
যে মানুষ গুলা তোমার জীবনে থাকার অধিকার রাখে না সে মানুষ গুলা কোন হিসেবে তোমার মনে থাকবে। আমার মনে হয় যাদেরকে আমরা আমাদের জীবনে রাখতে চাইনা তাদেরকে আমাদের মনে রাখতে নেই কারণ তাদের মনে রাখতে গিয়ে দেখা যাবে তাদের ছোট ছোট স্মৃতিগুলো জীবনের অনেকটা সময় নষ্ট করে দেয়। কিছু মানুষ থাকে এমন যারা আপনার না […]
সম্পর্কের সমীকরণ
তোমাকে কেউ ভালবাসে মানে এমন নয় সে তোমার সব সহ্য করবে। তোমার অভিমান তোমার আবদার তোমার কষ্ট এগুলার ভাগ প্রথম প্রথম নিলেও একটা পযার্য়ে গিয়ে তুমি দেখবে তোমার এই অভিমান গুলো মানুষটার কাছে বিষাক্ত লাগছে। তার সহ্য হচ্ছে না। দিনে দিনে তুমি লক্ষ্য করবে সম্পর্ক আর আগের জায়গায় নেই। প্রথম প্রথম তোমাকে মাথার মুকুট বানাবে। […]
মাঝে মাঝে
মাঝে মাঝে মনে হয় অনেক দূরে কোথাও চলে যাই।যেখানে নেই কোনো পিছুটান, নেই কিছু হারানোর ভয়!মাঝে মাঝে মনে হয় জীবনটা থেমে যাক।থেমে যাক সব না পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা তার দেয়ে অবহেলার প্রাপ্তি গুলো। কি হবে জীবনের ডায়েরিতে যোগ করা সব আকুতি,,,,, কিংবা তুমি নামক স্বার্থপরের কাহিনী লিখে!!””
আত্মচেতনা
যে মানুষটার জন্য সব কিছু ছাড়লাম সেই মানুষটা আদৌ কত দিন সঙ্গে থাকবে সেটাই এখন সব থেকে বড়ো সংশয়। হলফ করে একথা বলা যায় না যার জন্য সব ছাড়লাম সে অবশ্যই সব সময় পাশে থাকবে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে সামান্য কারণেই সে চলে যেতে পারে বা দুজনের মাঝে বিভেদের প্রাচীর গড়ে উঠতে পারে […]
চিরন্তন সত্য
আমার বিশ্বাস, সত্যি যতই কঠিন হোক সেটাই একমাত্র চিরস্থায়ী। কঠিন বাস্তবতার সম্মুখীন হতে আমরা ভয় পাই বলেই নানা সময় অকপটে মিথ্যা বলে থাকি। অথবা কাউকে খুশি করতে বা কোনো স্বার্থ সিদ্ধি করতে অনেক সময়ই আমরা কত মিথ্যাই বলে থাকি। কিন্তু আমরা সেই মুহূর্তের জন্য এটা ভুলে যাই যে, যা কিছু মিথ্যা তা সাময়িক স্বস্তি দিলেও […]
মৃত্যু মিছিলে
আমার মৃত্যু মিছিলে তোমার ঠাঁই না হোক। আমার মৃত্যুর খবর তোমার নিকট না পৌঁছাক। কি ভাবছো? তোমাকে ঘৃণা করি, উহু না মোটেও না। সবাই কি ঘৃণা করার জায়গায় পৌঁছাতে পারে? ঘৃণা পেতে হলেও তো যোগ্যতা লাগে। ~তাসনিম এমি
অপেক্ষা
প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা আর শত সহস্র পথ পাড়ি দেয়া সমান।অপেক্ষার মুহূর্ত যেন কাটতেই চায়না।বুকের ভেতর উত্থাল পাথাল ঝড় যেন ওঠে সেই সময়।সেই ঝড়টা তার মুখটা দেখার পরই যেন কিছুটা শান্ত হয়।কিন্তু আমি যার জন্যে হৃদয়ের দরজা খুলে অধীর আগ্রহে অপেক্ষা করি সেই অনাকাঙ্ক্ষিত মানুষটা আমার কাছে আসেনা।হয়তো কিছু মানুষ আমার মতো অপেক্ষার দুর্বিষহ […]
কর্মফল
নিজের কৃতকর্মের ফল নিজেকেই সারাজীবন ভোগ করতে হয়। ভালো কাজের ফল যদিও বা সবাই ভাগ করে নেয় কিন্তু খারাপটা শুধু মাত্র নিজেকেই বহন করতে হবে।
বিকল্প
সম্পর্কে বিচ্ছেদের পর বিকল্প পেয়ে যাওয়া মানুষটি ভালো ভাবেই বাঁচে কিন্তু যার কোনো বিকল্প নেই সে বেঁচে হয়তো থাকে কিন্তু ভালো থাকাটা তার আর হয়ে ওঠে না।
প্রায়োরিটি
আমি যাকে ভালোবাসি কিংবা প্রায়োরিটির শীর্ষে রাখি সেই আমাকে অতি যত্ন করে অবহেলা করে।যা সহ্য করা নিদারুণ যন্ত্রণাময়।কেন যে জীবনের স্রোত উল্টো পথে চলে,,,???
What’s on your mind?অতঃপর_
What’s on your mind?অতঃপর_______ ___নিশ্বাস নিতে কষ্ট হতে হতেই সব থেমে যাবে ___অনেক গুলো সপ্ন পূরণ করা বাকি থাকবে সেদিন থেমে যাওয়ার কারণ টা কেউ জানবে না
সবসময় সেক্রিফাইস করতে নেই
যারা সেক্রিফাইস করে তারা নিজেকে কষ্টের আগুনে বিসর্জন দেয়।তিলে তিলে নিজেকে সর্বনাশের দিকে ঠেলে,,,,সবসময় সামনের মানুষটাকে ছাড় দিতে নেই,,,মাঝে মাঝে নিজের জন্য কিছু ছিনিয়ে আনতে জানতে হয়।
আশা
একটা সময় মনে হতো বেঁচে থেকে লাভ কি?দুঃখ,হতাশা চারিপাশ থেকে ঘিরে ধরেছিল।অনেক চড়াই উৎরাই এর পর নিজেকে স্থির করেছি।এখন মরে যেতে ভীষণ ভয় হয়।অনেক অনেক বছর বেঁচে থাকতে ইচ্ছে করে।কিছু অসমাপ্ত স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে নিজেকে দেখতে চাই।জীবন ভীষণ সুন্দর, নিজেকে যদি ভালোবাসো!!!
ভাঙা মন
বিশ্বাস ভেঙে গেছে,কাউকে আর সহজেই বিশ্বাস করতে পারিনি যদি ঠকে যাই,যদি আবার নিঃশেষ হয়ে যাই।পেছনের দিকে তাকালে তুমি নামক মানুষটার সাথে যেন জড়িয়ে আছি অথচ বর্তমানে আমি এখনো একা ঠাঁই দাঁড়িয়ে। নিরবতা আর তুমি যেন আমার জীবনে সমান সমান।
কবিতা
আমাকে তুমি মনে রাখোনি প্রিয় হয়তো কখনো ভালোবাসোনি আমায়, শুনেছি ভালোবাসলে প্রিয়জনকে ভোলা কঠিন,,, অথচ অবলীলায় তুমি অসাধ্য সাধন করেছো, আমায় ঠকিয়ে মিথ্যের জয়ের পতাকা উড়িয়েছো!!!
স্বামী রুপে প্রেমিক পুরুষ
এই যে শুনছেন? হুম শুনছি,বলো। আমি রাগ করেছি, হুম। মিনমিনে গলায় বললাম,তুমি তো শোননি আমার কথা,যদি মন দিয়ে শুনতে তাহলে বুঝতে আমি কি বলছি।আচ্ছা, কাজ করো লেপটপে। আরে আরে কই যাচ্ছো, আচ্ছা ঠিক আছে যাও রেখে দিলাম লেপটপ বলো কি বলছিলে, তুমি আমার কথা মন দিয়ে শুনো নি ইমাদ,যদি শুনতে তাহলে এখন এই কথা বলতে […]
ভালোবাসা সত্যি অপরাধ
আপনাকে ভালোবাসা যদি আমার অপরাধ হয়ে থাকে আমাকে না ভালোবাসাটা তার চেয়ে দ্বিগুন অপরাধ। আপনার মায়ায় পরা যদি আমার ভুল হয় তাহলে আমাকে মায়ায় ফেলা আপনার ভুল। আমি তো একদিনে আপনার মায়ায় পড়ি নাই। তাহলে একদিনে ভুলে যাই কি করে। আমার লাইফে আসাটা আপনার ইচ্ছে থাকলে আমার লাইফ থেকে যাওয়াটা ও আপনার ইচ্ছে কিন্তু আপনার […]
বিশাল জনশ্রোতের মধ্যস্থানে..
বিশাল জনশ্রোতের মধ্যস্থানে.. হঠাৎ চারপাশে চেয়ে দেখি কোথাও কেউ নেই! অবশ্য এই কেউ না থাকাতে তেমন কোনো ক্ষতিও নেই। বরং লাইফে ভুল কেউ থাকার চেয়ে না থাকাই শ্রেয়। এতে অন্ততঃ দিনশেষে নিজের বোকামির জন্য কান্না করতে হবে না।
সম্পক স্থাপনের যোগ্যতা
” এই যুগে মানুষ মেপে সম্পর্ক করা উচিত। হোক সেটা ভালোবাসার বন্ধন কিংবা অন্য কিছুর। আগে নিজেকে সেই মানুষটার যোগ্য করে তুলা উচিত, তারপর সম্পর্কে প্রাধান্য দেয়া উচিত। নয়তো নিজের ইমেজ নষ্ট তো হবেই সেই সাথে নষ্ট হবে কিছু সুন্দর সম্পর্কের।
সম্পকের সাতকাহন
একটা সম্পর্ক যত সহজে তৈরি হয়ে যায়, টিকিয়ে রাখাটা ততটাই কঠিন। ভালবাসাবাসির ব্যাপার টা একপাশ থেকেও করা যায় বছরের পর বছর তা লালন করা যায়। কিন্তু দুজন মিলে দুটো জীবন মিলে যে একটা সম্পর্ক তৈরি হয় তা কিন্তু একদিন দুদিনে হয় না। এর জন্য সময় লাগে, আস্থা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে একটা সম্পর্কের জন্ম। ভালবাসাটা চোখের […]
যে শহরে ভালোবাসা খুচরো পয়সার মত বিক্রি হয়, সে শহরে না’ই বা ভালোবাসলে।
যে শহরে ভালোবাসা খুচরো পয়সার মত বিক্রি হয়, সে শহরে না’ই বা ভালোবাসলে। যে শহরে মন ভাঙার কোনো শব্দ শোনা যায় না, সে শহরে মন না থাকাই ভালো। যে শহরে, তুচ্ছ কারণে সম্পর্ক বিলীন হতে সময় লাগে না, সে শহরে সম্পর্ক তৈরি না হওয়াই ভালো। যে শহরে অবহেলায় নষ্ট হয় সম্পর্ক, তুচ্ছ কারণে বিলীন হয় […]
সময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
সময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো তেমনি আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি ধীরে ধীরে। তুমি বদলে গিয়েছো নতুনত্বের আবেশে আর আমি বাধ্য হয়ে। কিন্ত কি অদ্ভুত!!! ভেবেছিলে আমিও হয়তো আর পাঁচজন মানুষের মতো তুমি বিয়োগে নিঃস্ব হয়ে হয়তো বিষের বোতল নয়তো স্মৃতি হারা হয়ে বোকার স্বর্গে চোলে যাবো। কিন্তু আমি ওতোটাও বোকা নই প্রিয়!!! আমার জীবনে […]
জীবন
এ সমাজে যত বিজ্ঞ আছে যত আছে গুণীজন, তাদের শুধাই বলতে পারেন কাকে বলে জীবন? কারো কাছে এই জীবনটাতো অল্প লজ্জা-ভয়, কেউবা আবার জীবনযুদ্ধে মেনে নেয় পরাজয়। কেউ কেউ মনে কল্পনা বোনে ছোট এক জীবনে, কারো সুখ যত তার চেয়েও শত বাধা থাকে ভুবনে। মানব সমাজ বলে দেখ আজ জীবন মানে ভোগ বিলাস, সুধীজন বলে […]
সম্পর্কের ইতিকথা
আপনার খুব কষ্ট হচ্ছে প্রিয় মানুষটার জন্য কিন্তু ভুল করেও তার সাথে যোগাযোগ করবেন না। কেন জানেন যে মানুষটা আপনাকে এই রকম কষ্ট রেখে নিশ্চিন্তে রয়েছে তার কাছে ফিরে যাবেন না। একটা সময় মনে হবে একটু কথা বলি।আপনার এমন ও মনে হতে পারে তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না। যতই কষ্ট হোক দয়া করে ছেড়ে […]
নিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন
নিজেকে সময় দিন আর বাস্তবতাতে ডুবিয়ে দিন দেখবেন ডিপ্রেশন আর অযাচিত সব অনুভূতি দূরে চলে গেছে। ব্যস্ত করে ফেলুন নিজেকে, আড়ালে চলে যান কিছু মানুষের দেখবেন বাস্তবতা আর সপ্নের মাঝে এক নান্দনিক মিল খুঁজে পাবেন। দুরে থাকুন অসময়ে আঘাত করা সে সব মানুষগুলোর কাছ থেকে যারা বড় অসময়ে আপনাকে নিয়ে হাসি-তামাশায় মেতে ছিলো।দুরে থাকুন তাদের […]
অরণ্যের পথে
প্রবেশ করলাম আমি এক ঘন জঙ্গলে, পাবো কি পথ এ গভীর অরণ্যের? লতা, গুল্ম,বট, বৃক্ষ বনানীর সারি চতুর্দিকে আচ্ছাদিত সবুজ সমারোহে। পাখির কূজন ও ঝিঝির ডাকে, কান্তারের নিস্তব্ধতা পরেছে বিপাকে মৌমাছি,প্রজাপতি,ফড়িংয়ের সারি পাখনার ঝলকে সাজের বাহারি। সাথীদের হারিয়ে বড়ই বিষন্ন অরণ্যের মৌনতায় মন হয় ক্ষুন্ন। মুক্তির লড়াইয়ে নেমেছি পথে আমি এক বীর সৈনিক, ভয় করি […]
একলা বালুচর
আমাকে ঘিরে শুধুই নিস্তব্ধতা বিরাজ করছে, মনখারাপিয়া মেঘের আনাগোনা অনুভব করছি মনের ক্যানভাসে, মর্মস্থলে শুনতে পাচ্ছি ঝড়ের শব্দ তবুও আমি থাকছি শব্দহীন। বুকের ভেতর শব্দ ভাঙছে অবিরত, কেউ যেন দেখতে না পায়, তাই টুকরো টুকরো হয়েও বিলিয়ে দিচ্ছি নিজেকে ফিরে যাওয়া হাওয়ার আকুলতায় । বুকের গভীরে জমে থাকা কথারা ভাঁজ ভেঙে উঠে আসার অছিলায় মেপে […]
রবীন্দ্রনাথ ঠাকুর
কোথায় নেই তিনি ? কোথায় না পাই তাকে! সাহিত্যের প্রতি ক্ষেত্রেই যাঁর অবদান আছে । জীবনের সকল অন্দরে- কন্দরে পাওয়া যায় যাকে , করা যায় একান্তভাবে প্রত্যাশা তাঁকে। নির্ণয় করা যাবেনা গো তাঁর উচ্চতা ! অসামান্য অসাধারণ, বহুমুখী তাঁর প্রতিভা । সকল ক্ষেত্রেই অসামান্য যার অবদান , বাংলা সাহিত্যের হচ্ছেন তিনি প্রাণ । যার লেখাগুলো […]
শূণ্য ক্যানভাস
-এক উঠোন ভালোবাসা পেরিয়ে তোমায় ছুঁয়ে আসা রোদ্দুর। -বেমালুম অস্বীকার মেনে নিয়েছে মন কেমনের অবহেলায় স্বাধীনতার সুখ। -জীবনের কাছে প্রথম থেকে শেষ তুমি আমার ভালোবাসায় বেদুইন উপন্যাসের অর্ধেক। -টুকরো স্মৃতি আর কিছু সময়ের চোরাবালি আমার কাছে শুধু হিসেবের আঁকিবুঁকি। -কেবল ই বারণ আর অনিচ্ছার রাত মেপেছে তোমায় শূণ্য ক্যানভাসে ক্রমান্বয়। -রং ,তুলি নয় তুমি আমার […]
ঠিকানা
ও মেয়ে তুই কখন মেয়ে থেকে হলি মা সারাদিনের পরিশ্রমে জানতে পারলি না। দশটি মাস দশটি দিন রাখলি ধরে পেটে, যন্ত্রনায় ছটফটিয়ে হল তোর ছেলে। ভুমিষ্ট হয়েই তোর ছেলে কাঁদছে কোঁকিয়ে প্রসববেদনা ভুলে তুই কোলে নিলি তুলে। ও মেয়ে তুই কখন মেয়ে থেকে হলি মা সারাদিনের পরিশ্রমে জানতে পারলি না। তোর বুকের দুধ খেয়ে, ছেলে […]
ঘন বর্ষা
কালো মেঘে আকাশ ঢাকা শ্রাবণ মাসের দিন. হয়ে গেছে যেন রাতি পথের নেইকো চিন্। গুড়ুম শব্দে কেঁপে উঠলো বসুন্ধরার বুক. সাথে সাথেই ঘন বর্ষা নিয়ে এলো দুখ। ভরে গেলো নালা-খালা নদে এলো বান, স্থানে স্থানে ভেঁকুলীয়ে শুরু করলো গান। জনপদ সব ডুবে গেলো লোকে পেলো ভয়, আহার বিনা পশু-পাখি কেমনে বা রয়? সবাই যখন চিন্তায় […]
অন্যদেশ
নীরব শব্দের ভিতর হাঁটে চৈত্র কাফন তোমার আমার মধ্যে এখন দুই নদীর ব্যাবধান থমকে থাকা হাতের রেখায় একটা বিষকাঁটা ফুটে আছে। সিঁথির ভাঁজে গোপন চুম্বন শেষে তুমিও ফেরারি আগুন পাখিটার ঠিকানা খুঁজেছি কতো রাত্রিদিন… পাইনি । আমরা পার করে এসেছি কয়েকটা কান্না ভরা শতাব্দী আর হলুদ একটা নদী । তোমার আমার মধ্যে দূরত্ব বাড়ে শুধুই […]
নীল উপহার
আলগোছে কিছু সুখ আঁচলে বেঁধে এসো তুমি মুক্তি ছড়ানো পথে। যেখানে অপ্রকাশিত ইচ্ছেরা দানা বাঁধে– কোনো নীল নীলিমার বাসন্তী সুপ্রভাতে। গাছের দেশে ফুলফোটাবার বেলায় ছড়িও স্নেহের সঞ্জীবনী বৃন্ত। আকাশের কোণে গল্প মাখা সন্ধ্যায়– রাতের ডানায় নামুক না হয় স্বপ্নিল বৃত্তান্ত। ফিরতি পথের অলিগলিতে পিছুটানের গল্প। স্মৃতি জলে ভাসে টানাপোড়েনের ঘর। এখানে আকাশ গোধূলির রঙে ভিজে, […]
স্মৃতির আকুলতা
ফাল্গুন যে এসেছিল নব সুরে সুরে বাতাবি লেবুর শাখে ফুল ফুটেছিল নব দিগন্তে।। আমের মুকুল যেথা ফুটেছিল বৃথা দখীনা সমীরে তার স্মৃতির আকুলতা।। বসন্তের সাজে রঙিন হয়েছিল এই ধরণী, ডালা ভরে পুষ্প নিয়েছিল যে মালি।। রজনীগন্ধার স্নিগ্ধ সুবাসে বিমহিত এই পৃথিবী।। তবু কেন অনুভব হয়নি এই মনে মনেরই কুসুমিত কাননে শুধুই পুষ্প ঝরে আমি তো […]
অরণ্যের পথে
প্রবেশ করলাম আমি এক ঘন জঙ্গলে, পাবো কি পথ এ গভীর অরণ্যের? লতা, গুল্ম,বট, বৃক্ষ বনানীর সারি চতুর্দিকে আচ্ছাদিত সবুজ সমারোহে। পাখির কূজন ও ঝিঝির ডাকে, কান্তারের নিস্তব্ধতা পরেছে বিপাকে মৌমাছি,প্রজাপতি,ফড়িংয়ের সারি পাখনার ঝলকে সাজের বাহারি। সাথীদের হারিয়ে বড়ই বিষন্ন অরণ্যের মৌনতায় মন হয় ক্ষুন্ন। মুক্তির লড়াইয়ে নেমেছি পথে আমি এক বীর সৈনিক, ভয় করি […]
কথা জমানোর ডাকবাক্স
ভালোবাসা শব্দটার প্রতি পুরোপুরি বিতৃষ্ণা জন্মানোর আগেই আবারো একটা কথা জমানোর ডাকবাক্স হিসেবে খুঁজে পেয়েছি তোমায়.. যেখানে নীরবেই অভিযোগ-আর অভিমানের চিঠির গুচ্ছ পৌঁছে যায় তোমার মনের দোরগোড়ায়.. বর্ষার সিক্ততায়,গ্রীষ্মের তপ্ত দুপুরে, শরৎের রোদ্দুরের স্নিগ্ধতায় শীতের কুয়াশাভেজা নরম চাদরে.. প্রত্যুত্তরের আশায়, জবাববিহীন চিঠিগুলো জমতেই থাকে.. ভাগ্যের ফেরে হয়তো ঐ ভাষা তোমার বোধগম্য হবে কিংবা,না পড়েই তুমিও […]
ফিরে দেখা
বছর ঘুড়ে আজ সেই দিন, সেই একই তারিখ, তবুও কোথাও খুঁজে পেলাম না। সেই পুরোনো অনুভূতি, সেই রূপালি মুখ, সেই ফর্সা রমণীর ছায়া। শুধু খুঁজে পেলাম, সেই জায়গাটায় এসে, পুরোনো দিনের একটা ভাবসা গন্ধ। মাথার উপরে এখনও, টানটান হয়ে দাঁড়িয়ে আছে, সেই বর্ষীয়সী অতঃপর ক্লান্ত, দু’টি তাল গাছ। —————————– রচনায়: আফরিন জাহান সুমি, বাংলাদেশ।
চৈত্র সংক্রান্তি
পয়লা বৈশাখটা আমাদের কাছে এমন একটা আবেগ… যা আমাদের পিছনের বছরের কথা এক নিমেষে ভুলিয়ে দিতে পারে। হয়তো বা, জীবনের কিছু স্মৃতি, কিছু মুহূর্ত পয়লা বৈশাখের থেকেও অনেক বেশি শক্তিশালী; যা আস্তে আস্তে বিস্তার করে নিজের একরোখা প্রভাব।। এমনই এক শেষ চৈত্রের পড়ন্ত আলগা রোদ্দুরের আলোয়, স্নিগ্ধ ছায়াটুকু দেখেছিলাম তোমার। বৈশাখ না আসতেই দুরন্ত কালবৈশাখীর […]
শিরোনাম ভাষার ও ভাষা আছে
বাংলা আমাদের মাতৃভাষা , বাংলা আমাদের প্রাণ ভাষার জন্য আন্দোলন ভাষার জন্য স্লোগান ভাষার জন্য বুলি মুখে , ভাষার জন্য জ্ঞান প্রথম শব্দে বাংলা বলা প্রথম মায়ের সন্তান | ভাষার জন্য লড়াই অনেক , একুশে ফেব্রুয়ারী উর্দু ভাষা নয় যে বাংলাদেশের রাষ্ট্র একক ধারী বরকত জব্বার সালাম রফিকুল দিলো তাদের রক্ত বাংলা ভাষা করতে হবে […]
সত্ত্বা
‘কেউ কি আছো ঘরে’? সময় এসে রাতের দ্বারে কেবল কড়া নাড়ে। তারাঘেরা আকাশ হাওয়াতে আশ্বাস সে’জন শপথ রাখবে ছিলো অনন্ত বিশ্বাস। আলতো পায়ের দাগ, কালগর্ভে বিলীন হবে, জীবনের গুণ-ভাগ। ‘কেউ কি আছো ঘরে?’ অতৃপ্তি আজ কোকুন ছিঁড়ে উড়ে যাবে পরপারে। থাকবে পড়ে একা শ্যাওলাধরা পথের প্রান্তে প্রাণের শেষ রেখা। —————————– রচনায়: বিদিশা মুখার্জি, ভারত।
ভুলবো না তোমাদের অবদান
স্মৃতি ভরা কল্লোল কোলাহলে তোমাদের কথাই মনে পড়ে যুগ জনমের শত প্লাবনে থাকবে ভালোবাসার সমীরণে|| আমার কবিতায় তোমাদের জানাই ভালোবাসা স্নিগ্ধ সজীব নাম জানা অজানা রফিক শফিক তোমরাই অমর চিরঞ্জীব || মাতৃভাষা টিকিয়ে রাখতে করেছো কত ত্যাগ তারই প্রাপ্য সম্মান দিতে পেতে হয় বেগ, কিসে তোমাদের তুলনা দেই বলো ফুলে নাকি ফলে? তোমরা তো মহীয়ান […]
বিদ্রোহী
গাও গেরামের মেয়ে আমি মেঠো পথে মোর বাড়ি হেলে দুলে ঘুরে ফিরি মানিনা অনিয়ম রীতিনীতি। অন্যায়, অত্যাচার, জুলুম করিনাকো বরদাস্ত প্রতিবাদ করি সদা পুরুষজাতির অন্যায়ের। নারীজাতি বলে পুরুষ করে অবহেলা মানতে চায় না পুরুষ জাতি নারী জাতিকে মানুষ বলে। পান থেকে চুন খসলে করে নির্যাতন হত্যা,গুম,মারপিট করেন পুরুষজাতিগণ। অবলা অসহায় নারী করতে পারেনা কোন প্রতিবাদ […]
চাইলেই সব কিছু ফিরে পাওয়া যায় না
চাইলেই সব কিছু ফিরে পাওয়া যায় না। ফিরে পাওয়া যায়না সেই স্কুলের দিন গুলো। ফিরে পাওয়া যায় না খেলার মাঠের লড়াই গুলো। ফিরে পাওয়া যায় না প্রথম প্রপোস এর আগের দুরু-দুরু বুকের অনুভূতি টা। ফিরে পাওয়া যায় না প্রেমিকার হাত ধরে ঘন্টার পর ঘন্টা হাঁটার অনুভুতি গুলো। এখন অনেক বড় হয়ে গেছি। ছোট বেলার স্কুলের […]
আহা রে মন…..
ভাল্লাগেনা প্রানের খেলা মিথ্যে যতো স্মৃতিচারণ ! সমস্ত দিক ওলটপালট, মানছে না আর কোন বারণ। ইচ্ছেগুলো স্বপ্ন হয়ে একের পর এক মেলছে ডানা, হৃদয় একাই বসে থাকে আর কারো নেই আনাগোনা ! তারই মধ্যে হঠাৎ করে, হৃদয়পুরে ‘তাহার’ আগমনটি ঘটে, বুকের মধ্যে গোলাপ ফোটে ! ফুটুক, তাতে দোষ কিছু নেই কিন্তু যদি কাঁটাগুলো একের পর […]
এক মুটো ভাত
পথ শিশু রাস্তায় কাঁদে কেউ নাই দেখিবার। হাজার লোক বাজার করে কেউ নাই বুঝিবার। ক্ষুদার জ্বালায় কান্দে শিশু পরান যায় জ্বলিয়া। এক মুটো ভাত দাওনা কেউ সইতে পারিনা আর ক্ষুধার জ্বালা। পথচারী দেখে না কেউ চলে আপন গতিতে। হাউমাউ করে কাঁদে শিশু রাস্তায় পড়ে। ভাই-বোনের শুন আমার কথা কয়দিন ধরে পড়েনা পেটে দানাপানি…। পরাণ বাঁচাও, […]
চলো বৈষম্যহীন সমাজ গড়ি
নারী সমানতালে করছে কাজ পুরুষের পাশাপাশি তবু সমাজ সম অধিকার দিতে নারাজ অধিকার নিয়ে করে রেষারেষি পুরুষ যদি সমাজের শ্বাসনালী হয় নারী তবে অলিন্দ নিলয় অবদান কারোর চেয়ে নয় কম কারো এটা মানতে কি প্রমান লাগবে আরো?? পুরুষ যদি হয় রাতের আকাশ নারী তবে জ্বলমলে চাঁদ সত্যি বলতে নারী পুরুষ একে অপরের পরিপূরক, চলো পরিপূরকতা […]
অভিশপ্ত দু-হাজার কুড়ি (বর্ষবিদায়)
কুড়ি কুড়ি এসেছিলো অভিশাপ নিয়ে বিশ্ব-সংসার কাঁপিয়েছিলো আতঙ্ক দিয়ে। মহামারী, অতিমারী, মৃত্যুর-মিছিল কতো কোল খালি হলো বলা মুশকিল। আমফান-তুফানের উদ্দাম-নৃত্য খাদ্য ও পানীয়ের অভাব নিত্য নিত্য। জ্ঞানীগুণী- মানুষকে কেড়ে নিয়ে গেলো সমাজ-সংসার সব ধূলিসাৎ হলো। শিশুদের পড়াশোনা, খেলাধুলা বন্ধ পঙ্গুর মতো খালি মোবাইলে অন্ধ। গরীবের রুজিরুটি কেড়ে নিয়ে গেলে সহায়-সম্বল কেড়ে, জলে ঠেলে দিলে। দান-ধ্যানের […]
ধর্ষিতার মা
লকলকিয়ে উঠছে আগুন, ঘি নয় কেরোসিন। চিতায় জ্বলছে নাবালিকা মেয়ে আমার। কুসুম। অঘ্রানে আঠারো পেরোলেই ওর বিয়ে দেব। স্বপ্ন ছিল। জমি জিরেত যা ছিল লালার কাছে তা কবেই পড়েছে বাঁধা। লাল বেনারসি, কুমকুম চন্দনের সাজ পেলি না বলেই লাল আগুনের আড়াল ঢেকেছে তোর লজ্জা ঢাকা মুখ কয়লার মতো কালো দেহ। বিবসনা খবরের শিরোনামে তুই আজ […]
কবিতা জীবন
গ্রীবা ঘুরিয়ে আঁচল তোলে সময়, নদীজীবনের বারবেলা,চক্রাকারে ঘোরে ধুলোখেলা ম্লান স্মৃতি খেয়াল খুশি স্বপ্নে জড়ায় মায়া,দুটি পাখি মুখোমুখি শান্ত মগ্ন দুপুর রংচটা হেমন্ত-বিলাসে, একা অলসে এক ঝলক বসন্ত হাওয়া আবির ফাগুন ছায়া সবুজে ভিড়ে নবীন অপুর নয়ন, স্মৃতি ছুঁয়ে স্বস্তি চয়ন, হলুদ পাতার মর্মরে উত্তর বাতাসে লম্বা ছায়া,এখনও কাঁদে দিদির মায়া, আরণ্যক হাওয়া ফিরে যায় […]
নবীন বরণ
দণ্ডে দণ্ডে বহু মুহুর্ত, মুহূর্তে পাতা ওল্টানো সুখ দুঃখ জোয়ার ভাটায়, বৎসর আসে আশা প্রত্যাশায় | নব কিরণে বিষে বিষ পানে, হয়েছি নীলকণ্ঠ নতুন নিয়ম,নতুন পরিধানে পাই জীবনের ছন্দ | বিবর্তনে বছর ঘোরে, প্রাচীন বটবৃক্ষ ঝুড়ি গুলো কেটে ফেলে, আধুনিকতার মানব দক্ষ | হারিয়ে গেল ছাওনি দেওয়া গরুর গাড়ি যত চলে গেছে বোষ্টমী, সিধে যার […]
প্রাক্তন
জানি তুই খুব ব্যস্ত আছিস এখন, প্রায়ই দেখি ফেসবুকে অন আছিস গভীর রাতে। আমার চোখ থেকে ঝরে পড়ে বিষণ্ণ রাত—— কুড়িয়ে নিয়ে জমিয়ে রাখি বেঁচে থাকার কুলুঙ্গিতে । যতদিন বেঁচে আছি, সঙ্গী থাকবে ঠিকানা বদলের স্মৃতি, চেনা মুখের অচেনা হয়ে যাওয়া জলছবি। ব্যথার হাসনুহানারা ঝরে যায় আঁধারের গন্ধ মেখে, তুই সব বুঝেও তবু নীরব থাকিস। […]
ইচ্ছে করে
ইচ্ছে করে দূর আকাশে পাখি হয়ে উড়ি, ইচ্ছে করে ফুল বাগানে ভ্রমরা হয়ে ঘুরি। ইচ্ছে করে তোমার সাথে লং ডাইভে যাই ইচ্ছে করে পার্কে বসে জ্বালমুড়ি খাই। ইচ্ছে করে গ্রামের পথে একটুখানি হাটি খেজুর গুড়ের পায়েস খেতে পুরো এক বাটি। ইচ্ছে করে মামার বাড়ি নোয়াগাঁও যাই দিদার হাতের মুড়ির নাড়ু কোথায় বল পাই? ইচ্ছে করে […]
কানাগলি
তোমার বুক পকেটের কানাগলিতে একটা ক্যালেন্ডার ঝোলাবো ভুল তারিখ ভুল মাস ভুল বঙ্গাব্দ মাঝে মাঝে শেষ ট্রেনটা মিস করতে খুব ইচ্ছে হয় নিয়ম করে বাড়ি ঘর হারাবো কখনো বকুলতলী কখনো শিমুলতলী সেই পাগলটা যার কাছে একটা কাশ বন আবদার করলে আস্ত একটা নদী এনে দিতো আর আমার দুঃখগুলো ফুসমন্তর করে প্রজাপতির ডানায় উড়াল দিতো তার […]
বাসনা
মনের সংগোপনে কিছু ইচ্ছে জমে আছে নাছোড়বান্দা আবদার গুলো যত্নে, স্নেহে হোক অবাধ্য প্যারাসাইট, লালন করিস আজীবন নিখাদ আশ্রয়ে! চিবুক ছোঁয়া উত্তাপে ভেজা ভালবাসা ছায়ার গভীরতার মতো জড়িয়ে থাকে, দু চোখ জুড়ে অকপট প্রেম হোক না চাতকি ভিখারিনী….. বক্ষলগ্নার পরম প্রাপ্তির নেশায়। দিন গুজরানের প্রতি মুহূর্ত বৃথা তুই ছাড়া নিজেকে উজাড় করে রিক্ত হতে চাই […]
প্রিয় শীত
শিশিরে ভেজা আস্তিন , কুয়াশায় ঝাপসা চশমার ফ্রেম, আর এক মুঠো শিউলি ফুল নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম একটা নতুন সকাল। বাজারে সবজির দাম দরের হাঁক, আর ঘামে ভেজা সোয়েটার এর মাঝে সূর্যও কখন লেপমুড়ি দিয়েছে, কুয়াশার মাঝে কেউ তা লক্ষ্য করেনি। ফাঁকা রাস্তা আছে লোকের অপেক্ষায়, ফাঁকিবাজ সূর্য আছে সকালের অপেক্ষায়, ঘাসে শিশির বিন্দু আছে আলোর […]
মানব কীট
ইট পাঁজরের ফাঁকে ফাঁকে মানব কীটের বাস। কেউ বা সুখের স্বপ্ন বুনে, কারও গলায় ফাঁস। বৃত্ত বলয়ে পাঁক খেয়ে যায় হাজার দীর্ঘশ্বাস। মানব প্রাণী জটিল বড়, একটু তে নয়, চাই যে আরও! হয় না শেষ এই চাওয়া পাওয়ার, ফন্দি আঁটে আর কি নেওয়ার! জানবে কি এর শেষটি কবে? ভব লীলা সাঙ্গ যবে। —————————— রচনায়: সোনিয়া […]
ঈশ্বর
যিনি পিতা তিনি ঈশ্বর, সর্বেসর্বা সর্বত্রের অধীশ্বর । যাঁর আদেশই হচ্ছে দিবা হচ্ছে নিশি, এ দুনিয়ায় মোরা ক্ষনিকের অধিবাসী। যিনি প্রকৃত মালিক সর্বস্বের, নিজহস্তে সৃষ্টি করেছেন মনুষ্য রুপী এই শ্রেষ্ঠ জীব দের। আল্লাহ-যীশু-মহাবীর ও শিব সক্কলেই এক অভিন্ন রুপ, গ্রহণ করে সে মোদের ভক্তি, আশীর্বাদ করে খুব। ক্ষমতা যাঁর অসীম, ব্যাপ্তি তাঁর পরিধিহীন ,তিনিই চূড়ান্ত […]
বর্ষশেষে…..
পেরিয়ে যাবে আরো একটা বছর অপেক্ষার আর কেবল একটি রাত, কুড়ি একুশ নাড়বে দ্বারে কড়া আনবে আবার নতুন এক প্রভাত। আজকে শহর সাজছে নতুন সাজে রঙিন মালায় রাত হয়েছে দিন, আমার তবু চাঁদের আলোই প্রিয় ! আলোয় আলোয় জ্যোৎস্না উদাসীন। আজকে শহরে হাজার স্মৃতির ভিড়ে ভিজিয়ে দিয়ে যাচ্ছে চোখের কোণ ! স্মৃতি যত আপন করে […]
মনকেমনের জন্মদিন
হোয়াতে আসা একটা গানের মানে সেদিন হয়তো বুঝে উঠতে পারিনি। পরে শুনেছি অনেক বার। মিউজিক ফাইলে সেভ মোডেও আছে সে গান। প্লে লিস্টে জ্বলজ্বল করছে সে গানের নাম। ভাল লাগত শুনতে,তাই শুনতাম। ঘুরিয়ে-ফিরিয়ে গানের কথাগুলো শুনতাম। বোঝার চেষ্টা করতাম। বুঝেছি ভাল মতন, যেদিন থেকে তোকে চোখে হারালাম। গানের প্রতিটা লাইনের মানে, বুঝতে শিখলাম। যেদিন তোকে, […]
চিলেকোঠার ঘর
বুকের ভিতর জীর্ণ দালানকোঠা সময়ের ধুলো জমে ঝাপসা চারপাশ খসে পড়ে অলস কড়িবরগা নড়বড়ে সিঁড়ি বেয়ে চিলেকোঠার ঘরটায় আর পৌঁছানো যায় না পড়ে থাকে পুতুলের ভাঙা হাতপা প্রথম প্রেমের চিঠি লুকানো গোলাপ ঠোঁট কেটে গভীর চুমু শরীর দুপুর পাসফেল জীবনের বৃথা খতিয়ান মরচে পড়া ডাকবাক্স মুছে যাওয়া নাম হারানো ডাকটিকিটে ভুল ঠিকানা… দরজার আগলটা আঁট […]
আমি আবিষ্কার করেছি তোকে
আজ তোকে নতুন করে আবিষ্কার করলাম বোধায়। খুঁজে পেলাম তোর সামগ্রিক সৌন্দর্য কে। তোর চুল,চোখ,ঠোঁট,হাসি,সব কিছুতে এত মুগ্ধতা কোনোদিন পেয়েবসেনি আমাকে এর আগে। তোর যমুনা কালো চোখে নিজেকে হারিয়ে ফেলার ভয়ে আমি তাকাতে পারিনি। আবার চোখ ফিরিয়ে নেবার ধৃষ্টতা আমার প্রেম বরদাস্ত করেনি। আমি খুন হয়েছি তোর সানিত দৃষ্টিতে। তোর হাসির বন্যা আমাকে প্লাবিত করেছে […]
মুখোমুখি আয়নায় ….
দেখা হয়নি বহুদিন ; দুরন্ত কৈশোরের সাথে — অবাধ্য দুরন্তপনার সাথে — রঙ-বেরঙের ঘাসফুলের বাসরে উড়ন্ত ঘাসফড়িং দের ছলাকলা প্রজাপতির ডানায় বিধাতার সৃষ্টিসুখ । দেখা হয়নি বহুদিন ; এক আনমনা কিশোরীর মুখ ; আকাশে উড়ন্ত বলাকায় ডানায় চঞ্চল সুদূর পিয়াসী মন । উন্মুখ অপেক্ষায় রুপকথা আর — সোনার কাঠির স্পর্শে ! তা-র-প-র ….. দেখা হয়নি […]
একটা ঘরের খোঁজে
কথা বলার সংখ্যায় গভীরতা বাড়লে সরে সরে আসে সব রঙপাখিরা। ছোটো ঘাসে ফুল হবার আগে হাত ছুঁয়ে করা ভোরের প্রার্থনা সব সাবেকি গন্ধে মিশে আসে। ছায়ারা পরতে ভুলে গেছে। সংজ্ঞাহীন পরিযায়ী পাখি ভেঙে যেতে যেতে, পথ দেখালে চোখের সামনে সে পথ এগিয়ে নেয়? নাকি অপেক্ষা করে একটা মৃত্যু? কথা বলা ফুরিয়ে এলে কথা অনেক হয়; […]
হৃদয় হরণ করে
রোদের ঝলোকে মনের পু্লকে জেগে ওঠে এই মন তোমার লাগিয়া আমার হৃদয় করে কেমন কেমন? ঘাসের উপর শিশিরের কণা রত্নভূষিত রূপ বারে বারে করে হৃদয় হরণ জ্বলে সুন্দর ধূপ। সবুজ বরণ এই প্রকৃতি সকল রূপের রানী মিষ্টি শীতের মিষ্টি হাওয়া করে শুধু কানাকানি। রূপের বাহার নিমিষের মাঝে ঘর করে নেয় মনে অপার শান্তি অনুভূত হয় […]
মনের কথা
মনোবীণা উঠলো যদি বেজে আলো কেন থাকে আঁধার সেজে মনের কোণে ছড়িয়ে আলোর রাশি হাসিমুখে লাগো আপন কাজে। আমি নাহয় পথ ভোলা কোন জন আমার জন্য এসব থাকুক পড়ে আমি চলি স্রোতে ভাসা তরী আমায় নাহয় তুললেনা হাত ধরে। আমার কথা এমনি ভেসে যাবে যেদিকে আর কেউ না ছুটে যায় কেউ যেখানে আতর নিয়ে হাতে […]
শাশ্বতিক প্রাণে
ঠিক এইভাবে আজীবন পাশে থেকো তোমার দু’চোখে ভালোবাসা ধরে রেখো শপথ নিলাম আমিও থাকবো পাশে ছাড়বোনা হাত বিপদ যদিবা আসে। স্মৃতির পাতায় ভাবনারা আনমনে সীমারেখা টেনে চোখ রাখে বাতায়নে ক্রমশ আগত হেমন্তের স্নিগ্ধ রোদে অপেক্ষারা ফেরে সশব্দে মৌনতা ভেঙ্গে। নীল নীলিমায় পূর্ণিমার চাঁদ হাসে মখমলে মোড়া রবি’র কিরণ মেখে কাকলি আকারে শাশ্বতিক প্রাণে ভাসে হরষে […]
জীবনের খাতা
জীবন খাতা খুললে পড়ে হিসেব মেলা দায়, কোনটি মিলাই, কোনটি হারাই বুঝি নাকো হায়। জীবন ভরে ছুটেই গেলাম! দিন শেষে ভাই কি যে পেলাম? মিলবে কি আর হিসেব এত? পাচ্ছি না আর খেই যে যত। পাই না খুঁজে জবাব কোন, ছুটছি কেবল, ছুটেই গেনু। সবই যে ভাই প্রহেলিকা, মরুর বুকে মরীচিকা। বড্ড জটিল জীবন ধাঁধাঁ। […]
মা আমার সব
মা তুমি কুয়াশা ঘেরা স্নিগ্ধ সকাল তুমি দুনিয়া তুমি পরকাল প্রতি মুহুর্তে কল্পনা ও বাস্তবতায় তুমি ঝলমলে মুক্তোর ন্যায়| তুমি নৈসর্গিক মুগ্ধতা তুমি কাল্পনিক,জাগতিক,বাস্তবতা তুমি দায়িত্ব কর্তব্য অভ্যাস সব ব্যার্থতায় অনুপ্রেরনা আশ্বাস| তোমার জীর্ন শরীর সেও চিত্তাকর্ষক চিরদিন তুমি নৈসর্গিক, তুমি আনন্দের সুখ দুঃখের সহমর্মিতা তুমি তো মমতার পালক মা তুমিই আমার সব💞 —————————— রচনায়: […]
সুরভিত এবং সুস্বাদু ফরাসি হাসি
বুক আর উপত্যকায় বিলাসবহুল নদীও আজ জলহীন এবং কূলহীন তরঙ্গ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। পথের ধার দিয়ে নিশ্চুপ হেঁটে চলেছে মুখপোড়া ছায়া; ফাটা গোড়ালি, অথচ আমার কাছে যা ছিল, তাই আছে সুরভিত এবং সুস্বাদু ফরাসি হাসি হয়ে——— সন্ধ্যে বরাবর উলু আর অপেক্ষার আলস্যে একাকী হয়ে নিচে নামছে প্রবঞ্চনা। নিচে অনেক মন রাখার কথা গোবেচারা দাঁড়িয়ে , […]
হারানো প্রেমের স্মৃতিচারণ
আমাদের একখানা পুরোনো ছবি আজো অক্ষত আছে, আমায় উপহারে দেওয়া ডায়েরির ভাঁজে। ঘোলাটে হয়ে উঠেছে তা যত্নের অভাবে, আমার তবুও হয়নি ভুল তোমাকে চিনতে।। যখন বিকেলে তোমার অপেক্ষায় থাকতাম বসে, চেনা সেই বকুল গাছের নীচে বাঁধানো সিঁড়িতে; তুমি রোজ মুঠো ভরে কাঠগোলাপ কুড়িয়ে এনে, আমায় দিতে ভালোবাসার প্রতীক চিহ্ন হিসাবে।। একই রঙের পোশাকে শেষ দেখা […]
কন্যাভ্রুনের কান্না
মা , তোর জঠরে জন্ম হলো , ধুক পুক করে প্রাণ আলো তু্ই কেড়ে নিলি , দিলি না জীবনদান !! একটু একটু করে বাড়তে থাকি বার্তা দি তোকে আমি যে তোর সন্তান , ভুলেই গেলি নিষ্ঠুর নিয়মে !! হঠাৎ করে দেখি আমি, ভেদ করলো ধারালো ছুড়ি ছোট্ট ছোট্ট হাত পা , আমার পেলব মুখোমণ্ডলী আঘাত […]
জাগ্রতচিত্ত রবির কিরণে
আজি এই রাঙা প্রভাত ফেরিতে, জাগ্রতচিত্ত ফুটে ওঠে রবির কিরণে। হৃদয়ের কিনারা জুড়ে মৃদু বাতাস বহে, প্রাণে মোর সুখের আবেশ লাগে দমকা হাওয়াতে। কী করে পশিল গুহার আঁধার আবছা মনে? তা জানিনা ওগো অন্তরজামী নীর। মনের বাসনা আবেগ রুধিয়া রাখিতে পারি না, অম্লকাননে ফুটছে ফুল দ্বারে দ্বারে সকলের তরে। আর কত দূর বহুপথ হেঁটে, যাবো […]
পাশে থেকো প্রভু
ভুল হলে মন বলে………তুমি আছো প্রভু একা ফেলে চলে গেলে……ক্ষমা চাই তবু । ছেড়ে দিয়ে ভালো নিয়ে..আগে যাব চলে ঠিক যেতে সুখ পেতে……..পথ দিও বলে । পাপ হয় লাগে ভয়……..কি যে হবে পরে কাঁদে মন কাটে ক্ষণ……..সারা দিন ধরে । ভাবি তাই সুখ নাই………..দিন যায় দুখে চিন্তাগুলো জমে ধুলো…ভরে থাকে বুকে । পায়ে ধরি গড় […]
ব্যাস্ততা
ব্যস্ততা দেখিয়ে তুমি চলে গেলে আনমনে, আমার মনের কথাগুলো জমে আছে অনেক সযতনে; হৃদয়ের গভীর থেকে মনের মনিকোঠোর থেকে- আমার উদগ্রীপ্ত কম্পিত ঠোটালয়ে- সেই যতন করা কথাগুলো বলতে চেয়েও- আর হলনা বলা রয়ে গেলো শোকাহত জরাজীর্ণ অবহেলিত নিলয়ে! আর হয়তো হবে না বলা কোন কাঙ্খিত সময়ে- আমার দুঃখ বেদনা ও যেথায় আমার লোকায়িত- প্রাণের সুখকর […]
পাতা অভিসার
হাওয়া চুমু খায়, তাই কেঁপে ওঠে পাতা ; দুপুরের খর রোদে বিষণ্ন পাতার নাভি থেকে উঠে আসে আর্তশ্বাস, হাওয়া দূর থেকে দেখে। শাখাকে শয্যা করে যখন নেমে আসে ঘুম, তখন সেজে ওঠে রাত ; অভিসারী চাঁদ দূর থেকে দ্যাখে — ঘুমন্ত পাতার কপালে বাতাস রেখেছে প্রেমের হাত, নিশ্চিন্ত নিদ্রায় পাতা পাশ ফিরে শোয়, কোনও এক […]
আনঅফিসিয়াল সাইলেন্স
শোক কত কিছু মুছে দ্যায় মনে করায় শত জন্মের পাপ আজকের গোলাপ আগামীর দোমড়ানো ফ্রেম! ছবি-সেতারে পুরানো স্মৃতি ডাকবাক্স। অতিথি জেনো ভার্চুয়াল আড্ডা একই পর্দায় শতাধিক ফুটফুটে বসন্ত থাকা না থাকার পেইন-রিলিফ শেয়ার এন্ড শেয়ার। ইটস এ গেম ক্যারি অন। যাদের জন্য রঙিন সকাল সদ্যোজাত শুভেচ্ছা উত্তম ছেড়ে প্রথম হাতিয়ার, মানে__ গান ছেড়ে অস্ত্র। অভিশাপ […]
ভাঙা হাট
চোখে চোখ রাখলেই গাঢ় হয় দুপুরের ছায়া শরমের পর্দা টাঙানো ভেতর – বাইরে ঘন হলেই ভেঙে যায় ভুল ঘরময় তখন বেবাগ স্বস্তির বাতাস থরথর করে কাঁপতে থাকে হৃদয় হালকা চালে বৃষ্টিপাত হয় সমুদ্রে তখন তীব্র জলোচ্ছ্বাস অলক্ষ্যে ঘুচে যায় শরীরের ব্যবধান স্মৃতির রোদ্দুর ফিরে আসে আঙিনায় মন্থন ভ্রমরের সুরে গেয়ে ওঠে একই তরঙ্গে গলে গিয়ে […]
ক্ষুধার জ্বালা
আমি নয় দূর্বল, নয় পাথরের মতো সবল আমি তো আমার মাতৃভূমির সম্বল আমি নয় খর্ব, না করি কখনো নিজের গর্ব আমি যে দূর্ভিক্ষের চেয়ে তীব্র ক্ষণে ক্ষণে হয়ে যাই পথ হারা নদীর মতো বিনম্র। আমি দেখেছি অলিতে-গলিতে প্রজন্মের হাহাকার দিন শেষে হয়নি প্রতিবাদের সুষ্ঠ বিচার সুরে সুর মিলিয়ে সুশীল সমাজ চেয়েছিল বিচার মাস পেরোতেই ব্যস্ত […]
আক্ষেপ
গোধূলী লগ্নে ফিরিবার ছলে অপলক চোখে দেখেছিনু তোমারে ভাবী-নিকো তোমায় পাবো এমন করে অতীতের কষ্ট ভুলিবার ছলে। দেখা পাইবার ক্ষণ কভূ নাহি ভুলিবার হায়। অল্প কিছু কালের দেখায় আপন করেছি হৃদয়ও হায়। বন্ধু করেছি না ভাবিয়া কিছু গল্প করেছি অনেক কিছু একটিই আক্ষেপ করেছি মিছু মিছু যদি বন্ধু হইবার পারিতাম, যখন ছিলেম শিশু।
নির্বোধ
নির্মল বাতাসে মৃত্যুর আহাজারি পাড়ার দুষ্টু বালকের দেখ কত বারাবাড়ি। তাদের নেই কোন শঙ্কা দেশে বেড়ে যাচ্ছে মৃত্যুর আশঙ্কা। রাত নাই দিন নাই করে শুধু ঘুরোঘুরি তাদের জন্য আজ দেশে মহামারী। শিক্ষার অভাবে আজ করে ভিক্ষা এদের কে দিবে, কবে স্বশিক্ষা? মৃত্যুর মিছিলে নাই কোন মশাল এই অশিক্ষিত জাতির কে ধরবে হাল? তারা তো আজও […]
একটি ইনিংসের পরিসমাপ্তি
পৃথিবী একটা রঙ্গমঞ্চ। যার পরতে পরতে আছে অসংখ্য ঘটনা। আর তা যদি হয় কোন মধ্যবিত্ত পরিবারের গল্প তবে তো সেই মঞ্চে নাটকের কোন অভাব হয় না। সেই মধ্যবিত্ত পরিবারের এক দরন্ত ক্রিকেট পাগল ছেলে হল রাহুল। মধ্যবিত্ত পরিবারের কঠিন বাস্তবতার মাঝেও তার জীবনের সব কিছু যেন ক্রিকেট । ক্রিকেট ছাড়া যেন অন্য কিছু চিন্তা করতে […]
বসন্তের রক্তিম সূর্য
আজ বসন্তের প্রথম দিন। সুউচ্চ অট্টালিকার ছাদে, বীণা একমনে দাঁড়িয়ে আছে । সন্ধ্যা নেমে আসছে পুরো শহর জুড়ে। আজকের সন্ধ্যাটা অন্য আর পাঁচটা দিনের সন্ধ্যার মতো নয়। এই সন্ধ্যার মাঝে কেমন জানি একটা মায়াবী ভাব আছে। যে কোন উদার মনের মানুষকে সহজেই গ্রাস করে ফেলে তার মনোমুগ্ধকারী আবহয়াওয়া। একটি সুন্দর দিনের পরিসমাপ্তি, একটি সুন্দর সন্ধ্যার […]
নির্বাচনের আগের দিন
সকালের শান্তির ঘুমটা ভাঙ্গতেই চায় না। তবুও উঠতেই হবে। দায়িত্বের কাছে, সে যে বন্ধি। আগামী কাল নির্বাচন, আজ থেকেই তার প্রভাব পড়বে পুরো শহর জুড়ে। এই সব সাত-পাঁচ ভেবে ঘুম থেকে উঠলো রাহুল। যদিও এই সব তার গতকাল রাতে ভাবা উচিত ছিল। তাহলে আজ একটু আগে ঘুম থেকে উঠা যেত। নিজের উপরই এখন রেগে যাচ্ছে […]
ক্ষণে ক্ষণে রঙ বদলায়
বাদল দিন আমার খুব অপ্রিয়। শ্রাবণ আগমনের শেষ দিকে আর সারা বছরের রোদ-ছায়ার দিনগুলো আমার বেশ ভালো কাটে। তবে বরাবর এমনটা ছিলাম না আমি। মা বলে ঝুম বৃষ্টির চাইতে হালকা বৃষ্টিতে আশষ্কা অনেক বেশি থাকে। অলস দুপুর আর বাইরে আকাশ ভাঙা কান্নার ধারায় কোথায় যেন হারিয়ে যেতাম আমি। তখন আমি খুব ছোট, বয়স মাত্র এগারো। […]
বন্দি জীবন
সকাল আজো তেমনই হয় রাতের পরে দিন, ঘরির কাটায় সময়গুলোকে লাগছে অন্তহীন। প্রিয় কাজগুলো হারিয়ে গেছে পাচ্ছিনা খুঁজে টান, খবরের পাতা দেখলেই এখন আঁতকে ওঠে প্রাণ। জীবনটা যেন বদলে গেছে জানালা দিয়ে সকাল হয় দুপা এখন ছুটতে চাইলেও দরজায় গিয়েই দাড়িয়ে রয়। মনের আকাশে সূর্য ওঠেনা এককোণে একটা চাঁদ বাকিটা আকাশ ফাকা, সেটিও এখন আলো […]