‘কেউ কি আছো ঘরে’?
সময় এসে রাতের দ্বারে
কেবল কড়া নাড়ে।
তারাঘেরা আকাশ
হাওয়াতে আশ্বাস
সে’জন শপথ রাখবে
ছিলো অনন্ত বিশ্বাস।
আলতো পায়ের দাগ,
কালগর্ভে বিলীন হবে,
জীবনের গুণ-ভাগ।
‘কেউ কি আছো ঘরে?’
অতৃপ্তি আজ কোকুন ছিঁড়ে
উড়ে যাবে পরপারে।
থাকবে পড়ে একা
শ্যাওলাধরা পথের প্রান্তে
প্রাণের শেষ রেখা।
—————————–
রচনায়: বিদিশা মুখার্জি, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন