আলগোছে কিছু সুখ আঁচলে বেঁধে
এসো তুমি মুক্তি ছড়ানো পথে।
যেখানে অপ্রকাশিত ইচ্ছেরা দানা বাঁধে–
কোনো নীল নীলিমার বাসন্তী সুপ্রভাতে।
গাছের দেশে ফুলফোটাবার বেলায়
ছড়িও স্নেহের সঞ্জীবনী বৃন্ত।
আকাশের কোণে গল্প মাখা সন্ধ্যায়–
রাতের ডানায় নামুক না হয় স্বপ্নিল বৃত্তান্ত।
ফিরতি পথের অলিগলিতে পিছুটানের গল্প।
স্মৃতি জলে ভাসে টানাপোড়েনের ঘর।
এখানে আকাশ গোধূলির রঙে ভিজে,
সাজিয়ে রেখেছে বেনামি কিছু কাব্য।
জীবন ভাসে অগুন্তি সময়ের বানে।
ডুবেছে আকাশ মেঘের ছায়াপথে।
ফেরার পথে দু’হাতখানি ভরে–
ঐ কিংবদন্তী আকাশকে এসো নিয়ে।
—————————–
রচনায়: শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়, ভারত।
লেখক পরিচিতি
![blank](https://diary.somardiary.com/wp-content/plugins/wp-fastest-cache-premium/pro/images/blank.gif)
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন