চলো বৈষম্যহীন সমাজ গড়ি

নারী সমানতালে করছে কাজ
পুরুষের পাশাপাশি
তবু সমাজ সম অধিকার দিতে নারাজ
অধিকার নিয়ে করে রেষারেষি

পুরুষ যদি সমাজের শ্বাসনালী হয়
নারী তবে অলিন্দ নিলয়
অবদান কারোর চেয়ে নয় কম কারো
এটা মানতে কি প্রমান লাগবে আরো??

পুরুষ যদি হয় রাতের আকাশ
নারী‌ তবে জ্বলমলে চাঁদ
সত্যি বলতে নারী পুরুষ
একে অপরের পরিপূরক,
চলো পরিপূরকতা স্বীকার করি
বৈষম্যহীন সমাজ গড়ি|

——————————
রচনায়: আয়েশা আক্তার মীম, ভারত।

লেখক পরিচিতি

blank
eiapotrika