কুড়ি কুড়ি এসেছিলো অভিশাপ নিয়ে
বিশ্ব-সংসার কাঁপিয়েছিলো আতঙ্ক দিয়ে।
মহামারী, অতিমারী, মৃত্যুর-মিছিল
কতো কোল খালি হলো বলা মুশকিল।
আমফান-তুফানের উদ্দাম-নৃত্য
খাদ্য ও পানীয়ের অভাব নিত্য নিত্য।
জ্ঞানীগুণী- মানুষকে কেড়ে নিয়ে গেলো
সমাজ-সংসার সব ধূলিসাৎ হলো।
শিশুদের পড়াশোনা, খেলাধুলা বন্ধ
পঙ্গুর মতো খালি মোবাইলে অন্ধ।
গরীবের রুজিরুটি কেড়ে নিয়ে গেলে
সহায়-সম্বল কেড়ে, জলে ঠেলে দিলে।
দান-ধ্যানের অছিলায় চললো লুটতরাজ
ধনী আরো ধনী হলো, দুখীর মাথায় বাজ।
মনীষারা মারা গেলো, হায় রে সভ্যতা!
আরো কতো বলি বলো? তোমার বারতা!
মহান হে কুড়ি কুড়ি, বিদায় তোমায়
শুভ-দু-হাজার-একুশকে স্বাগত জানাই।
——————————
রচনায়: নীতা কবি, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন