পেরিয়ে যাবে আরো একটা বছর
অপেক্ষার আর কেবল একটি রাত,
কুড়ি একুশ নাড়বে দ্বারে কড়া
আনবে আবার নতুন এক প্রভাত।
আজকে শহর সাজছে নতুন সাজে
রঙিন মালায় রাত হয়েছে দিন,
আমার তবু চাঁদের আলোই প্রিয় !
আলোয় আলোয় জ্যোৎস্না উদাসীন।
আজকে শহরে হাজার স্মৃতির ভিড়ে
ভিজিয়ে দিয়ে যাচ্ছে চোখের কোণ !
স্মৃতি যত আপন করে ছিলেম,
তাদের ছেড়ে চায়না যেতে মন !
থাকতো যারা সুখের অপর দিকে,
হৃদয় তোমার ভরিয়ে দিতো ক্ষতে !
তাদের তুমি যেও না যেন ভুলে,
অল্প কিছু দুঃখ নিও সাথে….
যদি আসছে বছর দুঃখ আরো বারে,
তাদের তুমি আপন করে রেখো !
যদি নতুন করে কেউ হারিয়ে যায়,
আমার তুমি হাতটা ধরে থেকো….
আজকে শহর “নূতন-নূতন” বলে
হারিয়ে দিতে চাইছে পুরাতন !
নূতন – সে কি পারবে এনে দিতে,
ঠিক তোমারই মতো আর একজন ?
আমার তবু রূপকথাতেই বাস !
তোমায় নিয়ে অন্য সে এক দেশ
যেখানে কেউ পৌছবেনা কভু,
চোখ খুললেই সব গল্প শেষ !
সত্যি কিছু পাল্টাবে না জেনেও
কিসের খুশি নতুন বছর ঘিরে ?
জীবন – সে তো একই রয়ে যাবে !
তারিখ শুধু আসবে ফিরে ফিরে ।।
——————————
রচনায়: অপরাজিতা চন্দ্র, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন