নীরব শব্দের ভিতর হাঁটে চৈত্র কাফন
তোমার আমার মধ্যে এখন
দুই নদীর ব্যাবধান
থমকে থাকা হাতের রেখায় একটা বিষকাঁটা
ফুটে আছে।
সিঁথির ভাঁজে গোপন চুম্বন শেষে তুমিও ফেরারি
আগুন পাখিটার ঠিকানা খুঁজেছি
কতো রাত্রিদিন…
পাইনি ।
আমরা পার করে এসেছি
কয়েকটা কান্না ভরা শতাব্দী
আর হলুদ একটা নদী ।
তোমার আমার মধ্যে দূরত্ব বাড়ে শুধুই
সে দূরত্ব র নাম ‘কাঁটাতার’
তোমার আমার মাঝে ঝড়ে পড়া
তুষার হলো
‘অন্যদেশ ‘।
—————————–
রচনায়: মালবিকা দে, ভারত।
লেখক পরিচিতি
![blank](https://diary.somardiary.com/wp-content/plugins/wp-fastest-cache-premium/pro/images/blank.gif)
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন