দণ্ডে দণ্ডে বহু মুহুর্ত, মুহূর্তে পাতা ওল্টানো
সুখ দুঃখ জোয়ার ভাটায়, বৎসর আসে আশা প্রত্যাশায় |
নব কিরণে বিষে বিষ পানে, হয়েছি নীলকণ্ঠ
নতুন নিয়ম,নতুন পরিধানে পাই জীবনের ছন্দ |
বিবর্তনে বছর ঘোরে, প্রাচীন বটবৃক্ষ
ঝুড়ি গুলো কেটে ফেলে, আধুনিকতার মানব দক্ষ |
হারিয়ে গেল ছাওনি দেওয়া গরুর গাড়ি যত
চলে গেছে বোষ্টমী, সিধে যার ছিল বরাদ্দ |
পরিবর্তন প্রজাপতি জানে তার জীবন অবর্তে
মানব জানে সেই কক্ষে গতানুগতিক চলতে |
নতুন বছর, নতুন আলোয় তালে তালে মিলে
প্রার্থনা শুধু, শুভ হোক , সর্বজনে |
কাটিয়ে উঠে গতানুগতিক পুরোনো সব ভুলে
ওয়ার্ক ফ্রম হোম বা মাস্ক পড়া শারীরিক দূরত্ব বজায় রেখে |
——————————
রচনায়: অঞ্জনা চক্রবর্তী, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন