গ্রীবা ঘুরিয়ে আঁচল তোলে সময়, নদীজীবনের বারবেলা,চক্রাকারে ঘোরে ধুলোখেলা
ম্লান স্মৃতি খেয়াল খুশি স্বপ্নে জড়ায় মায়া,দুটি পাখি মুখোমুখি শান্ত মগ্ন দুপুর
রংচটা হেমন্ত-বিলাসে, একা অলসে এক ঝলক বসন্ত হাওয়া আবির ফাগুন ছায়া
সবুজে ভিড়ে নবীন অপুর নয়ন, স্মৃতি ছুঁয়ে স্বস্তি চয়ন, হলুদ পাতার মর্মরে
উত্তর বাতাসে লম্বা ছায়া,এখনও কাঁদে দিদির মায়া, আরণ্যক হাওয়া
ফিরে যায় কথার পিঠে কথা অতীত আয়না ব্যথা
লেখে জীবন কবিতা রোজ স্বপ্ন দেখা শ্যামলবরণ গাথা
——————————
রচনায়: সুদীপ ঘোষাল, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন