ইট পাঁজরের ফাঁকে ফাঁকে
মানব কীটের বাস।
কেউ বা সুখের স্বপ্ন বুনে,
কারও গলায় ফাঁস।
বৃত্ত বলয়ে পাঁক খেয়ে যায়
হাজার দীর্ঘশ্বাস।
মানব প্রাণী জটিল বড়,
একটু তে নয়, চাই যে আরও!
হয় না শেষ এই চাওয়া পাওয়ার,
ফন্দি আঁটে আর কি নেওয়ার!
জানবে কি এর শেষটি কবে?
ভব লীলা সাঙ্গ যবে।
——————————
রচনায়: সোনিয়া তাসনিম খান, বাংলাদেশ।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন