চাইলেই সব কিছু ফিরে পাওয়া যায় না।
ফিরে পাওয়া যায়না সেই স্কুলের দিন গুলো।
ফিরে পাওয়া যায় না খেলার মাঠের লড়াই গুলো।
ফিরে পাওয়া যায় না প্রথম প্রপোস এর আগের দুরু-দুরু বুকের অনুভূতি টা।
ফিরে পাওয়া যায় না প্রেমিকার হাত ধরে ঘন্টার পর ঘন্টা হাঁটার অনুভুতি গুলো।
এখন অনেক বড় হয়ে গেছি।
ছোট বেলার স্কুলের নিষ্পাপ আড্ডা আর নেই।
খেলার মাঠে হেরে যাওয়া নিয়ে ঝগড়া আর নেই।
প্রপোস করার উৎসাহ টাও নেই।
হাত ধরার মতো প্রেমিকাও নেই।
কিন্তু এবার ফিরে পেতে চাই সেই হুল্লোড় ভরা দিন গুলো।
সেই সকলটা ফিরে পেতে চাই, যেখানে তুই এসে ছোট্ট দুস্টুমিতে আমার ঘুম ভাঙাবি।
সেই দুপুরটা চাই , যেখানে ভাত খেয়ে সমস্ত বন্ধুরা মিলে ভারতের ক্রিকেট ম্যাচ দেখবো।
সেই সন্ধ্যাটা চাই, যেখানে সবাই মিলে চায়ের দোকানে বসে চুটিয়ে আড্ডা দেবো।
সেই রাতটা চাই , যেখানে তোকে জড়িয়ে ধরে সারা দিনের সমস্ত ঘটনা তোকে বলে যাবো
আর তুই সেই সব আজে-বাজে কথাও খব আগ্রহ নিয়ে শুনবি।
যেখানে এক সাথে বসে কথা বলাটা বেশি জরুরি, কি কথা বলছি সেটা নয়।
জানি এসবের কোনো টাই আর ফিরে পাবো না।
কারণ চাইলেই সব কিছু ফিরে পাওয়া যায় না।
—————————–
রচনায়: বিদ্যানন্দ রায়, ভারত।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 6, 2022সকল লেখাসময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
- November 6, 2022সকল লেখাজীবন
- November 6, 2022সকল লেখাসম্পর্কের ইতিকথা
- November 6, 2022সকল লেখানিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন