বাসনা

মনের সংগোপনে কিছু ইচ্ছে জমে আছে
নাছোড়বান্দা আবদার গুলো
যত্নে, স্নেহে হোক অবাধ্য প্যারাসাইট,
লালন করিস আজীবন নিখাদ আশ্রয়ে!
চিবুক ছোঁয়া উত্তাপে ভেজা ভালবাসা
ছায়ার গভীরতার মতো জড়িয়ে থাকে,
দু চোখ জুড়ে অকপট প্রেম হোক না
চাতকি ভিখারিনী…..
বক্ষলগ্নার পরম প্রাপ্তির নেশায়।

দিন গুজরানের প্রতি মুহূর্ত বৃথা তুই ছাড়া
নিজেকে উজাড় করে রিক্ত হতে চাই
প্রতি সান্ধ্যক্ষনে লিখি তোর নাম,
আদর করে ডাকবি আমায় মাধবীলতা?
মাখব সে নাম অঙ্গে অঙ্গে পরম নেশায়,
প্রতিটা শিশির বিন্দুর বুক জুড়ে
অপেক্ষা বিছিয়ে রাখবো,
রাত শেষে ভোরের আঁচলে আদর কুড়িয়ে
হব সোহাগিনি।
মেটাবি আমার আবদার? আমি দেখতে চাই
তোর চোখে আমার সর্বনাশ হোক চিরন্তন।

——————————
রচনায়: হৈমন্তী ব্যানার্জী পাঁজা, ভারত।

লেখক পরিচিতি

blank
eiapotrika