শিরোনাম ভাষার ও ভাষা আছে

বাংলা আমাদের মাতৃভাষা , বাংলা আমাদের প্রাণ
ভাষার জন্য আন্দোলন ভাষার জন্য স্লোগান
ভাষার জন্য বুলি মুখে , ভাষার জন্য জ্ঞান
প্রথম শব্দে বাংলা বলা প্রথম মায়ের সন্তান |

ভাষার জন্য লড়াই অনেক , একুশে ফেব্রুয়ারী
উর্দু ভাষা নয় যে বাংলাদেশের রাষ্ট্র একক ধারী
বরকত জব্বার সালাম রফিকুল দিলো তাদের রক্ত
বাংলা ভাষা করতে হবে রাষ্ট্র ভাষা অক্ষত |

তাঁদের সম্মানে কবরে তাঁদের বাংলা ভাষার মর্যাদা
একুশে তাই আন্তর্জাতিক ভাষা দিবস উনেস্কোর ব্যাখ্যা |
লোহিত রঙা বসন্ত সেদিন নিলো শত জীবন
সেই ভাষাকেই অবহেলা করে বাঙালি জনগণ |

আজান আর শ্লোক যখন একত্রিত হন
ঘন্টা আর আজানেও বাংলা ভাষা বহন
পূর্ব নয় পশ্চিম বাংলা একত্রিত আজও
বাংলা ভাষায় কথা বলা কাব্য কাহিনী যত|

শ্রদ্ধা আর সম্মানে বাংলা রাখি মনে
তার সাথে রাখি শহীদ ছাত্র রক্ত শ্রদ্ধা প্রতি ক্ষণে |

—————————–

রচনায়: অঞ্জনা  চক্রবর্তী, ভারত।

লেখক পরিচিতি

blank
eiapotrika