মাঝে মাঝে মনে হয় অনেক দূরে কোথাও চলে যাই।যেখানে নেই কোনো পিছুটান, নেই কিছু হারানোর ভয়!মাঝে মাঝে মনে হয় জীবনটা থেমে যাক।থেমে যাক সব না পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা তার দেয়ে অবহেলার প্রাপ্তি গুলো। কি হবে জীবনের ডায়েরিতে যোগ করা সব আকুতি,,,,, কিংবা তুমি নামক স্বার্থপরের কাহিনী লিখে!!””