মৃত্যু মিছিলে

আমার মৃত্যু মিছিলে তোমার ঠাঁই না হোক। আমার মৃত্যুর খবর তোমার নিকট না পৌঁছাক। কি ভাবছো? তোমাকে ঘৃণা করি, উহু না মোটেও না। সবাই কি ঘৃণা করার জায়গায় পৌঁছাতে পারে? ঘৃণা পেতে হলেও তো যোগ্যতা লাগে। ~তাসনিম এমি

স্বামী রুপে প্রেমিক পুরুষ

এই যে শুনছেন? হুম শুনছি,বলো। আমি রাগ করেছি, হুম। মিনমিনে গলায় বললাম,তুমি তো শোননি আমার কথা,যদি মন দিয়ে শুনতে তাহলে বুঝতে আমি কি বলছি।আচ্ছা, কাজ করো লেপটপে। আরে আরে কই যাচ্ছো, আচ্ছা ঠিক আছে যাও রেখে দিলাম লেপটপ বলো কি বলছিলে, তুমি আমার কথা মন দিয়ে শুনো নি ইমাদ,যদি শুনতে তাহলে এখন এই কথা বলতে […]

যে শহরে ভালোবাসা খুচরো পয়সার মত বিক্রি হয়, সে শহরে না’ই বা ভালোবাসলে।

যে শহরে ভালোবাসা খুচরো পয়সার মত বিক্রি হয়, সে শহরে না’ই বা ভালোবাসলে। যে শহরে মন ভাঙার কোনো শব্দ শোনা যায় না, সে শহরে মন না থাকাই ভালো। যে শহরে, তুচ্ছ কারণে সম্পর্ক বিলীন হতে সময় লাগে না, সে শহরে সম্পর্ক তৈরি না হওয়াই ভালো। যে শহরে অবহেলায় নষ্ট হয় সম্পর্ক, তুচ্ছ কারণে বিলীন হয় […]