প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা আর শত সহস্র পথ পাড়ি দেয়া সমান।অপেক্ষার মুহূর্ত যেন কাটতেই চায়না।বুকের ভেতর উত্থাল পাথাল ঝড় যেন ওঠে সেই সময়।সেই ঝড়টা তার মুখটা দেখার পরই যেন কিছুটা শান্ত হয়।কিন্তু আমি যার জন্যে হৃদয়ের দরজা খুলে অধীর আগ্রহে অপেক্ষা করি সেই অনাকাঙ্ক্ষিত মানুষটা আমার কাছে আসেনা।হয়তো কিছু মানুষ আমার মতো অপেক্ষার দুর্বিষহ জ্বালা নিয়ে নিজেকে পুড়তে দেখে যায় আজীবন।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- April 11, 2023সকল লেখামাঝে মাঝে
- December 5, 2022সকল লেখাঅপেক্ষা
- November 15, 2022সকল লেখাপ্রায়োরিটি
- November 12, 2022সকল লেখাসবসময় সেক্রিফাইস করতে নেই