যে মানুষ গুলা তোমার জীবনে থাকার অধিকার রাখে না সে মানুষ গুলা কোন হিসেবে তোমার মনে থাকবে। আমার মনে হয় যাদেরকে আমরা আমাদের জীবনে রাখতে চাইনা তাদেরকে আমাদের মনে রাখতে নেই কারণ তাদের মনে রাখতে গিয়ে দেখা যাবে তাদের ছোট ছোট স্মৃতিগুলো জীবনের অনেকটা সময় নষ্ট করে দেয়।
কিছু মানুষ থাকে এমন যারা আপনার না সাথে থাকবে না পাশে থাকবে কিন্তু মনে থাকতে চাইবে সে সব মানুষদের থেকে যতই দূরে থাকা যাবে ততই ভালো এরা একপ্রকার সুবিধাবাদী মানুষ তারা আপনার থেকে সুযোগ-সুবিধা সবই নিবে কিন্তু তাদেরকে আপনি আপনার পাশে পাবেন না আপনার জীবনে কোনো সমস্যা হলে পাবেন না। তারা সুখের সময় আসবে সুখ ভোগ করবে তারপরও চলে যাবে। কি দরকার এইসব জঞ্জাল দিয়ে জীবনটাকে ভরিয়ে রাখার আমি আবার সোজাসাপ্টা কথা বুঝি যারা আমার জীবনে থাকা অধিকার রাখেনা তাদের আমার মনে থাকার অধিকার নেই যারা নেই মানে নেই তার কোথাও নেই।
না হয় দেখবেন মাঝেমাঝে এই মানুষগুলোকে জীবনে রাখতে গিয়ে যে মানুষগুলোকে আপনি ভালোবাসেন বা যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে অনেক রকম সমস্যা হয়। আপনি যাদের সাথে ভালো থাকতে চান যারা আপনার সাথে ভালো থাকতে চায় তারা তারা তাদের প্রাপ্যটা পাচ্ছে না তাই আমি বুঝি যারা আপনার সাথে নেই পাশে নেই তাদের আপনার মনে রাখার দরকার নেই
আমার সোজাসাপ্টা কথা যারা আমার জীবনে থাকবে না আমি আমার মনেও রাখতে চাইনা
#ফারজানা
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- May 13, 2023সকল লেখাঅপ্রয়োজনীয় মানুষ
- May 13, 2023সকল লেখাসম্পর্কের সমীকরণ
- November 10, 2022সকল লেখাভালোবাসা সত্যি অপরাধ