যে মানুষটার জন্য সব কিছু ছাড়লাম সেই মানুষটা আদৌ কত দিন সঙ্গে থাকবে সেটাই এখন সব থেকে বড়ো সংশয়।
হলফ করে একথা বলা যায় না যার জন্য সব ছাড়লাম সে অবশ্যই সব সময় পাশে থাকবে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে সামান্য কারণেই সে চলে যেতে পারে বা দুজনের মাঝে বিভেদের প্রাচীর গড়ে উঠতে পারে চিরস্থায়ী ভাবেই। তখন….
তখন আর কি!
তখন আপনি একেবারে নিঃস্ব। কারণ তার জন্য,হ্যাঁ শুধু মাত্র তার জন্যই তো আপনি আপনার শুভাকাঙ্খীদের আগেই ছেড়ে দিয়েছেন। তাদের খোঁজটি পর্যন্ত রাখেন নি। তাকে বড্ড বেশিই প্রাধান্য দিয়ে ফেলেছেন
কাজেই এভাবে সম্পূর্ণ নিঃস্ব হবার আগে ভাবুন। কোনো একজনের জন্য বাকি সব কিছু ত্যাগ করবো এমন ভাবনা ঠিক না।
“ওর জন্য আমি সবকিছুই করতে পারি”এই কথাটাই এক সময় নিজের জীবনকেই বিষময় করে তুলবে।
তাই কোনো একজনের জন্য সব কিছু করতে পারি এমন দুঃসাহস না দেখানোই নিজের জন্য শ্রেয়।
লেখায় – সান্ত্বনা ঘোষ
লেখক পরিচিতি
