একটা সময় মনে হতো বেঁচে থেকে লাভ কি?দুঃখ,হতাশা চারিপাশ থেকে ঘিরে ধরেছিল।অনেক চড়াই উৎরাই এর পর নিজেকে স্থির করেছি।এখন মরে যেতে ভীষণ ভয় হয়।অনেক অনেক বছর বেঁচে থাকতে ইচ্ছে করে।কিছু অসমাপ্ত স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে নিজেকে দেখতে চাই।জীবন ভীষণ সুন্দর, নিজেকে যদি ভালোবাসো!!!
লেখক পরিচিতি

লেখকের সর্বশেষ লেখা
- April 11, 2023সকল লেখামাঝে মাঝে
- December 5, 2022সকল লেখাঅপেক্ষা
- November 15, 2022সকল লেখাপ্রায়োরিটি
- November 12, 2022সকল লেখাসবসময় সেক্রিফাইস করতে নেই