আশা

একটা সময় মনে হতো বেঁচে থেকে লাভ কি?দুঃখ,হতাশা চারিপাশ থেকে ঘিরে ধরেছিল।অনেক চড়াই উৎরাই এর পর নিজেকে স্থির করেছি।এখন মরে যেতে ভীষণ ভয় হয়।অনেক অনেক বছর বেঁচে থাকতে ইচ্ছে করে।কিছু অসমাপ্ত স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে নিজেকে দেখতে চাই।জীবন ভীষণ সুন্দর, নিজেকে যদি ভালোবাসো!!!

লেখক পরিচিতি

blank
Ayesha Aktar

Leave a Reply

Your email address will not be published.