কবিতা

আমাকে তুমি মনে রাখোনি প্রিয়

হয়তো কখনো ভালোবাসোনি আমায়,

শুনেছি ভালোবাসলে প্রিয়জনকে

ভোলা কঠিন,,,

অথচ অবলীলায় তুমি অসাধ্য সাধন করেছো,

আমায় ঠকিয়ে মিথ্যের জয়ের পতাকা উড়িয়েছো!!!

লেখক পরিচিতি

blank
Ayesha Aktar

Leave a Reply

Your email address will not be published.