আমার মৃত্যু মিছিলে তোমার ঠাঁই না হোক।
আমার মৃত্যুর খবর তোমার নিকট না পৌঁছাক।
কি ভাবছো?
তোমাকে ঘৃণা করি,
উহু না মোটেও না।
সবাই কি ঘৃণা করার জায়গায় পৌঁছাতে পারে?
ঘৃণা পেতে হলেও তো যোগ্যতা লাগে।
~তাসনিম এমি
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- December 8, 2022সকল লেখাসময়
- December 6, 2022সকল লেখামৃত্যু মিছিলে
- November 11, 2022সকল লেখাস্বামী রুপে প্রেমিক পুরুষ
- November 8, 2022সকল লেখাযে শহরে ভালোবাসা খুচরো পয়সার মত বিক্রি হয়, সে শহরে না’ই বা ভালোবাসলে।