একটা সম্পর্ক যত সহজে তৈরি হয়ে যায়, টিকিয়ে রাখাটা ততটাই কঠিন। ভালবাসাবাসির ব্যাপার টা একপাশ থেকেও করা যায় বছরের পর বছর তা লালন করা যায়। কিন্তু দুজন মিলে দুটো জীবন মিলে যে একটা সম্পর্ক তৈরি হয় তা কিন্তু একদিন দুদিনে হয় না। এর জন্য সময় লাগে, আস্থা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে একটা সম্পর্কের জন্ম।
ভালবাসাটা চোখের ভাললাগা থেকেও তৈরি হয়, অনেকসময় চোখের মোহ থেকেও তৈরি হয় ভালবাসা। কিন্তু মোহ সব সময় থাকে না। সময়ের সাথে মোহ কাটতে শুরু করে।রোজ নিয়ম করে একই মুখ, একই কন্ঠ একটা অবয়বই দেখতে দেখতে ভালবাসাতে বিরক্তিকর একটা আবহ সৃষ্টি হয় যা একটা সময় বিচ্ছেদের রুপে পরিনত হয়।
কিন্তু সম্পর্ক! সম্পক কিন্তু হুট করে হয় না, বছরের পর বছর সময় লেগে যায় একটা বিশুদ্ধ সম্পর্ক হওয়ার জন্য। সুন্দর মুখ দেখে, সুন্দর কন্ঠ শুনে সম্পর্কে জন্ম হয় না। পারষ্পরিক শ্রদ্ধা, সম্মান, আস্থা, নির্ভরতা থেকেই সৃষ্টি সুন্দর সম্পর্কের।
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- November 14, 2022সকল লেখাWhat’s on your mind?অতঃপর_
- November 9, 2022সকল লেখাবিশাল জনশ্রোতের মধ্যস্থানে..
- November 9, 2022সকল লেখাসম্পক স্থাপনের যোগ্যতা
- November 8, 2022সকল লেখাসম্পকের সাতকাহন
Has one comment to “সম্পকের সাতকাহন”
You can leave a reply or Trackback this post.
তৌফিকুল ইসলাম - November 8, 2022 at 11:26 pm
Thik