সম্পর্কের সমীকরণ

তোমাকে কেউ ভালবাসে মানে এমন নয় সে তোমার সব সহ্য করবে। তোমার অভিমান তোমার আবদার তোমার কষ্ট এগুলার ভাগ প্রথম প্রথম নিলেও একটা পযার্য়ে গিয়ে তুমি দেখবে তোমার এই অভিমান গুলো মানুষটার কাছে বিষাক্ত লাগছে। তার সহ্য হচ্ছে না। দিনে দিনে তুমি লক্ষ্য করবে সম্পর্ক আর আগের জায়গায় নেই।

প্রথম প্রথম তোমাকে মাথার মুকুট বানাবে। তোমার এমন ফিল করাবে তুমি তার কাছে খুব স্পেশাল। তুমি খুব খুশি হবে। কেউ তোমাকে এতটা গুরুত্ব দিচ্ছে তুমি খুশির সাগরে ভাসবে।

কিন্তু বিশ্বাস করো এই ফিলিংসটা বেশি দিন থাকবে না। তুমি বুঝতে পারবে যতটা গুরুত্ব তোমাকে দেওয়া হয়েছে তার চেয়ে হাজার গুন বেশি তোমাকে মেন্টাল টর্চার করা হচ্ছে । একটা সময় লক্ষ্য করবে সে তোমাকে কন্ট্রোল করতে চাচ্ছে। যখনই তুমি হাত ফসকে বেরিয়ে আসতে চাইবে তখনই তুমি ফিল করবে আসলে মানুষ শুরুতে যতটা ভালবাসে সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না।

এটা একজনের জীবনে হয়। তুমি দেখবে বেশি শতাংশ সম্পর্কে এই সমস্যা গুলা হয়। কিন্তু কিছু করার থাকে না মানিয়ে নিতে হয় না হয় অপরাধী হতে হয় এটাই হচ্ছে ইদানীং কিন্তু কিছু করার নেই।

#ফারজানা

লেখক পরিচিতি

blank
Farjana jannat

Leave a Reply

Your email address will not be published.