এই যে শুনছেন?
হুম শুনছি,বলো।
আমি রাগ করেছি,
হুম।
মিনমিনে গলায় বললাম,তুমি তো শোননি আমার কথা,যদি মন দিয়ে শুনতে তাহলে বুঝতে আমি কি বলছি।আচ্ছা, কাজ করো লেপটপে।
আরে আরে কই যাচ্ছো, আচ্ছা ঠিক আছে যাও রেখে দিলাম লেপটপ বলো কি বলছিলে,
তুমি আমার কথা মন দিয়ে শুনো নি ইমাদ,যদি শুনতে তাহলে এখন এই কথা বলতে না।আমি আসলেই বোকা সবাই আমায় প্রয়োজনে পাশে চায় অথচ আমি কাউকে পাশে পাই না কাউকে না।
তুমি প্রেমিক পুরুষ’ই ভালো ছিলে,স্বামী রুপে বড্ড বেমানান। ইচ্ছে করলেই তুমি আবার স্বামী রুপে প্রেমিক পুরুষ হতে পারতে,কিন্তু তুমি হবে না।যখন আমি থাকবো না তখন তুমি বুঝবে।
যে প্রেমিক পুরুষ হতে পারে সে স্বামী রুপেও প্রেমিক হতে পারে।
আজ এমি নেই দু’টো বসন্ত পার হলো,আহ আমার এমি নেই ভাবতেই বুক কাপে।এমি ঠিকই বলেছিলো যেদিন ও থাকবে না সেদিন বুঝবো।
হুট করে একদিন অনেক জ্বর হলো, আর সেই জ্বরেই আমায় ছেড়ে বহুদূর চলে গেলো।মেয়েটা অল্পতেই কাঁদে,অল্পতেই হাসে।ছেড়ে যাওয়ার আগে ওর বড্ড অভিমান ছিলো আমার উপর,ও জানতো আমি ওর অভিযোগ অভিমান দেখার জন্যই অপেক্ষায় থাকতাম। এমি ঠিকই অভিমান করতো কিন্তু আমি বুঝতে পারলাম না।
সমাপ্ত
গল্প: রুপে প্রেমিক পুরুষ
লেখা : তাসনিম এমি
লেখক পরিচিতি
লেখকের সর্বশেষ লেখা
- December 8, 2022সকল লেখাসময়
- December 6, 2022সকল লেখামৃত্যু মিছিলে
- November 11, 2022সকল লেখাস্বামী রুপে প্রেমিক পুরুষ
- November 8, 2022সকল লেখাযে শহরে ভালোবাসা খুচরো পয়সার মত বিক্রি হয়, সে শহরে না’ই বা ভালোবাসলে।