সময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো

সময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো তেমনি আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি ধীরে ধীরে।
তুমি বদলে গিয়েছো নতুনত্বের আবেশে
আর আমি বাধ্য হয়ে।
কিন্ত কি অদ্ভুত!!!
ভেবেছিলে আমিও হয়তো আর পাঁচজন মানুষের মতো তুমি বিয়োগে নিঃস্ব হয়ে হয়তো বিষের বোতল নয়তো স্মৃতি হারা হয়ে বোকার স্বর্গে চোলে যাবো।
কিন্তু আমি ওতোটাও বোকা নই প্রিয়!!!
আমার জীবনে যতো দিন তুমি ছিলে আমি তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েই রেখেছিলাম,, আমি তোমার জন্য ততোটাই লয়াল ছিলাম যতোটা থাকলে একটা সম্পর্কে ঘাটতি থাকেনা।
ঠিক তাই!!!আমার তরফ থেকে ঘাটতি ছিলোনা।
আমাকে ধরে রাখার সাধ্য তোমার ছিলোনা কিন্তু আমাকে ভালোবেসে আগলে রাখার অনেক অনেক অপশন তোমার ছিল কিন্তু যার একটাও কখনো তুমি এপালাই করোনি।
আমি বহুদিন আগে তোমাকে হারিয়েছি, হারিয়েছি আমার স্বপ্নে ঘেরা স্মৃতির রাজ্য,, হারিয়েছি যতটুকু পেয়েছিলাম ভালোবাসা ঠিক ততোটুকুই।
কিন্তু ভালোবাসা হারিয়ে আমি নিঃস্ব নই। আমিও পেয়েছি তোমার থেকে অনেক কিছু যা আমার বাকি জীবনে ভালো থাকার গতিপথ!!!
পেয়েছি হাজারো অপমান,অবহেলা,অভিযোগ আর গভীর রাতে বুঁকের ভেতর হু হু করা চাপা আর্তনাদ!!!
মাথার বালিশটা জানে সে সব স্মৃতি কাহন আর তিক্ত ভালোবাসার অভিজ্ঞতা।

লেখক পরিচিতি

eiapotrika

4 comments to “সময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো”

You can leave a reply or Trackback this post.

  1. Arat hossan - November 8, 2022 at 8:15 pm Reply

    এক হাতে যেমন তালি বাজে না তেমনি এক তরফা ভালবাসায় সম্পক টিকে না।

  2. তৌফিকুল ইসলাম - November 8, 2022 at 11:27 pm Reply

    Hm

  3. Arat hossan - November 9, 2022 at 3:35 pm Reply

    যাকে আমি পাই নি তাকে না পেয়ে মরেও যাই নি।

  4. সান্ত্বনা ঘোষ - November 25, 2022 at 1:02 pm Reply

    বালিশ একটা নির্জীব বস্তু হয়েও কত কত চোখের জলের সাক্ষী। 🙂

Leave a Reply to Arat hossan Cancel reply

Your email address will not be published.