জীবন

জীবনের প্রতি মায়া করতে শিখুন। জীবন একটাই। আমি দেখেছি, কত সাবালক মুক্তচিন্তার অভাবে জীবনের প্রতি মায়া ভুলে যায়। যা হচ্ছে হোক না, উপরে তো একজন আছে। তাই বলে আবেগের কাছে হেরে আত্ন’হ’ত্যা! জীবন একটাই বস। “যেখানে আবেগের ঠায়ে আত্ন’হ’ত্যা-র ঝোক, সেখানে মুক্তচিন্তার ফুল ঝড়ুক।”

অপ্রয়োজনীয় মানুষ

যে মানুষ গুলা তোমার জীবনে থাকার অধিকার রাখে না সে মানুষ গুলা কোন হিসেবে তোমার মনে থাকবে। আমার মনে হয় যাদেরকে আমরা আমাদের জীবনে রাখতে চাইনা তাদেরকে আমাদের মনে রাখতে নেই কারণ তাদের মনে রাখতে গিয়ে দেখা যাবে তাদের ছোট ছোট স্মৃতিগুলো জীবনের অনেকটা সময় নষ্ট করে দেয়। কিছু মানুষ থাকে এমন যারা আপনার না […]

সম্পর্কের সমীকরণ

তোমাকে কেউ ভালবাসে মানে এমন নয় সে তোমার সব সহ্য করবে। তোমার অভিমান তোমার আবদার তোমার কষ্ট এগুলার ভাগ প্রথম প্রথম নিলেও একটা পযার্য়ে গিয়ে তুমি দেখবে তোমার এই অভিমান গুলো মানুষটার কাছে বিষাক্ত লাগছে। তার সহ্য হচ্ছে না। দিনে দিনে তুমি লক্ষ্য করবে সম্পর্ক আর আগের জায়গায় নেই। প্রথম প্রথম তোমাকে মাথার মুকুট বানাবে। […]

মাঝে মাঝে

মাঝে মাঝে মনে হয় অনেক দূরে কোথাও চলে যাই।যেখানে নেই কোনো পিছুটান, নেই কিছু হারানোর ভয়!মাঝে মাঝে মনে হয় জীবনটা থেমে যাক।থেমে যাক সব না পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা তার দেয়ে অবহেলার প্রাপ্তি গুলো। কি হবে জীবনের ডায়েরিতে যোগ করা সব আকুতি,,,,, কিংবা তুমি নামক স্বার্থপরের কাহিনী লিখে!!””

আত্মচেতনা

যে মানুষটার জন্য সব কিছু ছাড়লাম সেই মানুষটা আদৌ কত দিন সঙ্গে থাকবে সেটাই এখন সব থেকে বড়ো সংশয়। হলফ করে একথা বলা যায় না যার জন্য সব ছাড়লাম সে অবশ্যই সব সময় পাশে থাকবে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে সামান্য কারণেই সে চলে যেতে পারে বা দুজনের মাঝে বিভেদের প্রাচীর গড়ে উঠতে পারে […]

চিরন্তন সত্য

আমার বিশ্বাস, সত্যি যতই কঠিন হোক সেটাই একমাত্র চিরস্থায়ী। কঠিন বাস্তবতার সম্মুখীন হতে আমরা ভয় পাই বলেই নানা সময় অকপটে মিথ্যা বলে থাকি। অথবা কাউকে খুশি করতে বা কোনো স্বার্থ সিদ্ধি করতে অনেক সময়ই আমরা কত মিথ্যাই বলে থাকি। কিন্তু আমরা সেই মুহূর্তের জন্য এটা ভুলে যাই যে, যা কিছু মিথ্যা তা সাময়িক স্বস্তি দিলেও […]

মৃত্যু মিছিলে

আমার মৃত্যু মিছিলে তোমার ঠাঁই না হোক। আমার মৃত্যুর খবর তোমার নিকট না পৌঁছাক। কি ভাবছো? তোমাকে ঘৃণা করি, উহু না মোটেও না। সবাই কি ঘৃণা করার জায়গায় পৌঁছাতে পারে? ঘৃণা পেতে হলেও তো যোগ্যতা লাগে। ~তাসনিম এমি